২০০০ কোটির মালিক এআর রহমানের থেকে স্ত্রী কত খোরপোশ নিচ্ছেন জানেন? শুনলে চমকে উঠবেন

Published : Nov 25, 2024, 08:54 PM IST
ar rahman saira banu divorce

সংক্ষিপ্ত

প্রায় ২৮ বছরের দাম্পত্যের ইতি টানছেন এআর রহমান ও সায়রা। ২০০০ কোটি টাকার মালিক রহমানের বিচ্ছেদের পর স্ত্রী কত টাকা পাবেন, তা নিয়ে জল্পনা চলছে। 

কদিন ধরে খবরে এআর রহমান। প্রথমে তাঁর বিচ্ছেদ ও পরে পরকীয়া নিয়ে খবরে এসেছিলেন অস্কারজয়ী গায়ক। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বিচ্ছেদের কথা। প্রায় ২৮ বছরের দাম্পত্যের ইতি করতে চলেছেন তাঁরা। এবার প্রকাশ্যে এল খোরপোশের কথা। প্রায় ২০০০ কোটি সম্পত্তি মালিক এআর রহমান। জেনে নিন বিচ্ছেদের পর তাঁর স্ত্রীর কত টাকা পাবেন।

খোরপোশ নিয়ে শোরগোল শুরু হতেই আইনজীবী বন্দনা শাহ মুখ খুললেন। তিনি বলেন, ২৯টা বছর সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া সায়রা-রহমান দুজনের জন্যই কঠিন ছিল। বিশেষ করে ভারতে মতো দেশে সমাজের প্রচলিত ধ্যানধারণা বিবাহ বিচ্ছেদের জটিলতা আরও বাড়িয়ে দেয়। সূত্রের খবর, রহমান কমবেশি ১,৭২৮ কোটি টাকার মালিক। তাঁর স্থাবর সম্পত্তি ২০০০ কোটি।

আইনজীবী বলেন, বিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির অর্ধেকাংশ যে স্ত্রী পাবেন খোরপোশ হিসেবে সেটা ভারতে একটা প্রচলিত ধারণা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের কোনও আইন নেই। … ডিভোর্সের মামলা দায়ের করার সঙ্গে সঙ্গেই স্ত্রীরা সম্পত্তির অর্ধেক মালিকানা পান না। আইন প্রক্রিয়া চলতে সময় লাগে। তাই রায় দানের আগে আদালত তথ্যপ্রমাণাদি যাচাই করে। যদিও এ আর রহমান এবং সায়রা বন্ধুত্বপূর্ণভাবেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক্ষেত্রে খোরপোশের প্রশ্নই ওঠে না।

এদিকে সদ্য বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সায়রা। তিনি জানান, রহমান খুবই ভালো মানুষ। তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তটা মিউচুয়াল। তিনি সকলের কাছে অনুরোধ করেন, এআর রহমনের নামে কুৎসা না রটাতে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?