উর্বশী রাউতেলার বিয়ের আড়াই বছরের নিষেধাজ্ঞা! কারণ শুনলে চমকে উঠবেন

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আগামী আড়াই বছর বিয়ে করতে পারবেন না। কাটনি যোগ চলাকালীন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বলিউডের সেরা নায়িকাদের তালিকায় স্থান পান উর্বশী রাউতেলা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় সব সময় নজর কাড়েন তিনি। অভিনয়ের থেকেও ফ্যাশন দুনিয়ায় তাঁর খ্যাতি বেশি বলা চলা। বহু পুরুষের স্বপ্নের রানি উর্বশী রাউতেলা। এখনও তিনি অবিবাহিত। আর তাঁকে বিয়ে করার জন্য প্রস্তুত বিশ্বের একাধিক ধ্বনি ব্যক্তি।

তবে, জানেন কি আগামী আড়াই বছর বিয়ে করতে পারবেন না উর্বশী রাউতেলা। বিয়ের ওপর আছে নিষেধাজ্ঞা। কারণ শুনলে অবাক হবেন।

Latest Videos

সদ্য এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলাকে প্রশ্ন করা হয়েছিল, কবে বিয়ে করবেন উর্বশী রাউতেলা? উত্তরে তিনি বলেন, আগামী আড়াই বছর কোনও ভাবেই বিয়ে করতে পারবেন না। তিনি বলেন, এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জাড়ি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।

শাস্ত্র মতে, কাটামি দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকী, বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। এই কারণে এমন সিদ্ধান্ত নিলেন উর্বশী।

এদিকে ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছে উর্বশীর। এই নিয়ে নায়িকা জানান, তাঁদের সম্পর্ক নিয়ে যে গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন। তিনি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার ওপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News