বিচ্ছেদের আবহে ভাইরাল রহমানের প্রেম চর্চা,ক্ষোভ প্রকাশ করলেন গায়ক পুত্র, বাবাকে নিয়ে করলেন বিশেষ পোস্ট

Published : Nov 22, 2024, 08:06 PM ISTUpdated : Nov 22, 2024, 08:18 PM IST
ar rahman saira banu divorce

সংক্ষিপ্ত

এআর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের খবরের পর, গায়কের নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন রহমানের সন্তানরা। তারা ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এআর রহমান ও সায়রা বানুর বিচ্ছের খবর ভাইরাল হতে না হতেই খবরে এল অস্কারজয়ী গায়কের নতুন প্রেমের কথা। এআর রহমানের টিমের বেস্ট গিটারিস্ট মোহিনী দে কয়েক ঘন্টার মধ্যে নিজের বিচ্ছেদের কথা জানান। তখনই সকলে দু-এ দু-এ চার করেন। এবার এই নিয়ে মুখ খুলেছেন এআর রহমানের ছেলে ও মেয়েরা।

ইনস্টাগ্রামে একটি শিশু ও রহমানের ছবি পোস্ট করে গায়কের পুত্র আমিন লেখেন, ‘তাহলে পার্থক্য কী? বয়স ছাড়া?’ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাবা একজন কিংবদন্তি, শুধু তার অবিশ্বাস্য অবদানের জন্য নয়, বছরের পর বছর ধরে তিনি যে মূল্যবোধ, সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন তার জন্যও। মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হতাশাজনক।’

আমিন আরও লেখেন, ‘আসুন আমরা কার জীবন ও উত্তরাধিকার নিয়ে কথা বলার সময় সত্য ও শ্রদ্ধার ওপর জোর দিই। দয়া করে এ ধরনের ভুল তথ্যে জড়ানো বা ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন আমরা তাঁর মর্যাদা এবং সবার ওপর তাঁর অবিশ্বাস্য প্রভাবকে সম্মান করি এবং সংরক্ষণ করি।’

 

 

এআর রহমান ও সায়রা বানুর মেয়ে রহিমা লেখেন, ‘সব সময় মনে রেখো… গুজব ছড়ায় বিদ্বেষীরা, ছড়ায় মূর্খরা এবং মূর্খরাই তা গ্রহণ করে।’

২৯ বছরের দাম্পত্যর ইতি হতে চলেছে এআর রহমান ও সায়রা বানুর। একথা নিজেই জানান গায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টও করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আশা করেছিলাম যে আমরা ৩০ বছর পূর্ণ করব। তবে সব কিছুরই একটা শেষ আছে। এমনকী, এই ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মধ্যে আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত