অরিজিৎ-র জন্য কেঁদে ভাসালেন এক ভক্ত, ভক্তকে থামাতে বিশেষ উদ্যোগ গায়কের, জেনে নিন কী করলেন

Published : Sep 18, 2024, 10:28 AM ISTUpdated : Sep 18, 2024, 10:58 AM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

১৫ সেপ্টেম্বর অরিজিৎ সিং-র প্রথম অনুষ্ঠানটি করেন লন্ডনে। পরবর্তী অনুষ্ঠান রয়েছে বার্মিংহাম, ম্যানচেস্টার-সহ অন্য কয়েরটি জায়গায়। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন জায়গায় চলবে অরিজিতের অনুষ্ঠান।

অরিজিৎ সিং-র কন্ঠে মুগ্ধ দেশ থেকে বিদেশের ভক্তরা। সারা দুনিয়া জুড়ে রয়েছে তাঁর ফ্যান। এক ঝলক গায়কে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন ভক্তরা। তেমনও তাঁর গান শোনার জন্য হাজার হাজার টাকা খরচ করে। তাঁর কন্ঠের জাদুতে মজে গানের দুনিয়া।

১৫ সেপ্টেম্বর অরিজিৎ সিং-র প্রথম অনুষ্ঠানটি করেন লন্ডনে। পরবর্তী অনুষ্ঠান রয়েছে বার্মিংহাম, ম্যানচেস্টার-সহ অন্য কয়েরটি জায়গায়। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন জায়গায় চলবে অরিজিতের অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে অরিজিতের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে গায়ক এড শিরানকে। তেমনই এই শো-র উপস্থিত এক তরুণীর চোখের জল জল নজর কেড়েছে সকলের।

ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অরিজিৎ সিং-র গান গাইছেন। আর তার গান শুনে আবেগাপ্লুত এক ভক্ত। গান শুনে কেঁদেই ফেলনলেন সেই তরুণী। যা চোখে পড়েছে অরিজিৎ-রও।

এদিনের অনুষ্ঠানে অরিজিৎ শুরু করেন ও সজনী রে গানটি। এই গান শুরু হতেই অঝোরে কাঁদতে শুরু করে এক তরুণী। অনুরাগী চোখের জল দেখে থমকে গেলেন অরিজিৎ। গাইতে গাইতে বসে পড়লেন তিনি। ইশায়ার চোখের জল মুখতে বললেন অরিজিৎ। দেখিয়ে দেন হাসির ভঙ্গি। অরিজিৎ-র এই ব্যবহারে চোখের জল মুছে ফেলে সে।

এর আগেও গায়কের শো-র একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। কোনও শো-তে দেখা গিয়েছে ভক্তরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মরিয়া হচ্ছে তো একটি শো-তে দেখা যায় এক ভক্ত অরিজিৎ-কে জড়িয়ে ধরে চুম্বন দেন। আর এবার অরিজিতের জন্য কেঁদের ভাসালেন এক ভক্ত। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও