এই কারণেই চলে গেলেন মালাইকা? নিজের অসুস্থতা সম্পর্কে সবকথা বললেন অর্জুন কাপুর

Published : Nov 07, 2024, 11:35 PM IST
এই কারণেই  চলে গেলেন মালাইকা? নিজের অসুস্থতা সম্পর্কে সবকথা বললেন অর্জুন কাপুর

সংক্ষিপ্ত

মল্লিকা আরোরার থেকে দূরে সরে যাওয়ার পর অর্জুন কাপুর তার অসুস্থতার কথা প্রকাশ করেছেন! মল্লিকা কি এই কারণেই তাকে ছেড়ে চলে গেলেন?  

বর্তমানে বলিউডের আলোচিত বিষয় হলো অভিনেতা মল্লিকা আরোরা এবং অর্জুন কাপুরের বিচ্ছেদ। দশক ধরে সম্পর্কে থাকা এই তারকা জুটির বিচ্ছেদ এখন নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই অর্জুন কাপুর নিজেকে একক বলে ঘোষণা করেছেন। তার থেকে দশ বছরের বড় মল্লিকার সাথে দশক ধরে লিভ-ইন সম্পর্কে থাকা অর্জুন এখন তার গুরুতর অসুস্থতার কথা প্রকাশ করেছেন! হ্যাঁ। 'সিংঘম অ্যাগেইন' ছবিতে অর্জুন কাপুর ভিলেন ডেঞ্জার লঙ্কার চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়েরও প্রশংসা হচ্ছে। বক্স অফিসেও ছবিটি ভালো ব্যবসা করছে। এই অবস্থায় অর্জুন কাপুর তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় প্রকাশ করেছেন। ওজন বৃদ্ধির কারণও তিনি জানিয়েছেন। 

 
'হলিউড রিপোর্টার ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর তার স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি তার অসুস্থতার কথা বলেছেন। তিনি হাশিমোটো নামক এক রোগে ভুগছেন বলে জানিয়েছেন, যা থাইরয়েডের একটি সমস্যা। এতে ওজনও বেড়ে যায়। এর ফলে তার শরীরও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ৩০ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তার মা মোনা কাপুর এবং বোন আনশুলা কাপুরও এই রোগে ভুগছেন বলে তিনি জানিয়েছেন। 

 

এছাড়াও অভিনেতা জানিয়েছেন যে তিনি হতাশায় ভুগছেন। অ্যাকশন ছবির শুটিং চলাকালীন তিনি হালকা হতাশায় ভুগছিলেন। এর জন্য চিকিৎসাও নিতে হয়েছিল। ডাক্তারের কাছে গিয়ে হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। গত বছর থেকে হতাশার থেরাপি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।  

'আমি জানতাম না যে আমি হতাশায় ভুগছি। কিছু একটা ঠিকঠাক চলছে না বুঝতে পারছিলাম। আমি কখনোই নেতিবাচক মানুষ ছিলাম না। কিন্তু সেই সময়টায় আমি খুব নেতিবাচক চিন্তা করতাম। অন্যদের কাজ দেখে মনে হতো আমি কাজটা করতে পারব না। আমার কি সুযোগ মিলে? পরে কি হচ্ছে বুঝতে না পেরে ডাক্তারের সাহায্য নেই। চিকিৎসকের কাছে গেলে জানতে পারি আমি হালকা হতাশায় ভুগছি। তাই চিকিৎসা নিচ্ছি।' এই সব কারণেই কি মল্লিকা তাকে ছেড়ে চলে গেলেন নাকি অন্য কোন কারণ আছে তা এখনো জানা যায়নি।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?