প্রাণনাশের হুমকি পেলেন বিক্রান্ত মাসে, ছবি মুক্তির আগেই বিপাকে অভিনেতা

গোধরা কাণ্ড নিয়ে নির্মিত 'দ্য সবরমতী রিপোর্ট' ছবির প্রচারে গিয়ে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিক্রম মাসে। ছবিটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির সবরমতী এক্সপ্রেসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ছবি তুলে ধরে।

শীঘ্রই মুক্তি পাবে দ্য সবরমতী রিপোর্ট। গোধরা কাণ্ড নিয়ে তৈরি এই ছবি। ছবির কেন্দ্রে সত্য ঘটনা। তাই এই ছবি নিয়ে যে বিতর্ক হতে পারে তা আগেই বুঝে ছিলেন পরিচালক ও ছবির পুরো টিম। বাস্তবে হলও এমনটাই।

দ্য সবরমতী রিপোর্ট ছবির প্রচারে গিয়ে বিক্রম মাসে জানান, প্রাণনাশের হুমকিবার্তা পাচ্ছি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং সবাই মিলে পরিস্থিতি সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক। এটা বলতে পারি, ছবি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকে ধারণা করা উচিত নয়।

Latest Videos

এই ছবিটি পরিতালনা করেছেন ধীরজ সরনা। শোভা কাপুর, একতা আর কাপুর, আমুল ভি মোহন এবং অনশুল মোহন ছবিটি প্রযোজনা করেছেন। ছবিতে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকলে গুজরাটের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ছবি তুলে ধরবে।

এই ছবির কারণ হুমকি পাচ্ছেন বিক্রম। এদিকে বেশ কিছুদিন ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। লরেন্স বিষ্ণোই-র সঙ্গে সলমন খানের শত্রুতার কথা সকলের জানা। সদ্য সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে। এরপর থেকে চিন্তায় ভাইজান. তিনি এক সপ্তাহে একাধিক হুমকি পেয়েছেন। কেউ ২ তো কেউ ৫ কোটি টাকা দাবি করেছে। বর্তমানে নিরাপত্তীরক্ষ্মীর সংখ্যা বাড়িয়েছেন সলমন। অন্যদিকে,  সদ্য শাহরুখ পেয়েছেন হুমকি। অজানা নম্বর থেকে ফোন আসে তার কাছে। চলছে ঘটনার তদন্ত। এর মাঝে বিক্রান্ত মাসের কখব এল প্রকাশ্যে। 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ