এত বড় স্টার হয়েও নিরাপত্তাহীনতায় ভোগেন জাহ্নবী, অর্জুনের মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

Published : Jan 18, 2023, 08:15 AM IST

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন। সিনেমা হোক সম্পর্ক অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবীর গোপন কথা ফাঁস করে দিলেন দাদা অর্জুন কাপুর। 

PREV
111

বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। বলি অভিনেতা শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরের বিপরীতে বলিউডে  'ধড়ক' সিনেমাতেই ডেবিউ করেছিলেন জাহ্নবী। তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।
 

211

নেটিজেনরা অনেকেই বলেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। 
 

311


কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী।

411

সিনেমা হোক সম্পর্ক অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবীর গোপন কথা ফাঁস করে দিলেন দাদা অর্জুন কাপুর। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
 

511

ছোটবেলা থেকে একসঙ্গে না থাকলেও শ্রীদেবী মারা যাওয়ার পর সৎ বোন খুশি এবং জাহ্নবীকে আগলেছিলেন অর্জুন। তারপর থেকেই বেশ ভাল সম্পর্ক অর্জুন ও জাহ্নবীকে। বেশ কয়েকবার একে অপরকে নিয়ে প্রকাশ্যে কথাও বলেছেন।

611

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন,  বোন জাহ্নবী নিজের ক্ষমতা সম্পর্কে কম আত্মবিশ্বাসী এবং মাঝে মধ্যেই নিরাপত্তাহীনতায় ভোগেন। তবে যে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত জাহ্নবী।
 

711

অর্জুন আরও বলেন বলিউড প্রযোজর বনি কাপুরের মেয়ে হওয়া নিয়ে কখনও গর্ব করেন না জাহ্নবী। আর এটাই সবচেয়ে বড় গুণ জাহ্নবীর।  জাহ্নবীকে নিয়ে প্রশংসার মধ্যে নিজের বান্ধবী মালাইকার কথাও বলেন অর্জুন কাপুর।

811

অর্জুন ও জাহ্নবী বনি কাপুরের দুই সন্তান হলেও দুজন দুপক্ষের। প্রথমে দুজনের সম্পর্ক ভাল না থাকলেও গত কয়েক বছরে ভাই ও বোনের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। আগের চেয়ে ঘনিষ্ঠতাও বেড়েছে শ্রীদেবীর মৃত্যুর পর।
 

911

সাক্ষাৎকারে অর্জুন বলেন, তার সুখের একমাত্র কারণ হল মালাইকা আরোরা। কারণ মালাইকার জন্যই তিনি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন এবং খুশি মনে ঘুম থেকে উঠতে পারেন। 
 

1011

'কুত্তে' ছবির প্রচারের সময়ে অর্জুন এক সাক্ষাৎকারে জাহ্নবীর নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। এবং এটাও বলেন ওর নিজের ক্ষমতার উপর কোনও আস্থাই নেই।অর্জুন আরও বলেন, এমন একটা সময় এসেছে যখন ওকে নির্ভীক হতেই হবে। এবং সব ধরনের ঝুঁকি নিতে ও প্রস্তুত। একজন শিল্পীর এর চেয়ে ভাল গুণ আর কী-ই বা হতে পারে।

1111

জাহ্নবীকে নিয়ে আরও বলেন, ও সব ধরনের সুযোগের সঠিক ব্যবহার করেছে এবং নিজেকে আরও উন্নত করেছে। আমি নিশ্চিত ওর ভবিষ্যত আরও উজ্জ্বল হবে। কাজের বিষয়ে নানা ধরনের আলোচনা করি আমরা। এবং আমাদের সম্পর্কও অনেক মজবুত।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories