'কুত্তে' ছবির প্রচারের সময়ে অর্জুন এক সাক্ষাৎকারে জাহ্নবীর নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। এবং এটাও বলেন ওর নিজের ক্ষমতার উপর কোনও আস্থাই নেই।অর্জুন আরও বলেন, এমন একটা সময় এসেছে যখন ওকে নির্ভীক হতেই হবে। এবং সব ধরনের ঝুঁকি নিতে ও প্রস্তুত। একজন শিল্পীর এর চেয়ে ভাল গুণ আর কী-ই বা হতে পারে।