Published : Jan 16, 2023, 12:45 PM ISTUpdated : Jan 16, 2023, 12:52 PM IST
হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই চারহাত এক হওয়ার পালা। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গাটছড়া বাঁধবেন সিদ্ধার্থ ও কিয়ারা। এবার বিয়ের জল্পনার মধ্যেই পুরোনো বান্ধবীর কথা মনে পড়ল সিদ্ধার্থর। জন্মদিনে ফাঁস হল অজানা তথ্য।
বেশ কয়েকমাস ধরেই সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানির বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে। গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর মধ্যেই জানা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গাটছড়া বাঁধবেন সিদ্ধার্থ ও কিয়ারা।
212
বলিপাড়ার লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন।
312
সম্প্রতি মিশন মজনু-র প্রোমোশনে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। সেখানে বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে নাজেহাল হয়ে গেছিলেন তিনি। একের পর এক কিয়ারাকে নিয়ে প্রশ্ন ও বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে রীতিমতো পাগল হওয়ার অবস্থা।
412
বিয়ে নিয়ে সটান প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, আমাকে বিয়েতে তো কেউ নেমন্তন্ন করেননি। আমিতো নিজেই দুবার আমার বিয়ের তারিখ সংবাদমাধ্যম থেকে জেনেছি। তারপর নিজেকে প্রশ্ন করেছি, আমি কি বিয়ে করছি।
512
তবে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই সিদ্ধার্থ সকলের উদ্দেশ্যে বলেন, লোকজন যদি তার ব্যক্তিগত জীবনের চেয়ে তার ছবির উপর বেশি নজর দেন, তাহলে তিনি আরও বেশি খুশি হবেন। মিশন মজনু ছবিতে গুপ্তচরের ভূমিকায় তাকে দেখা যাবে।
612
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই অভিনেতার মু্খে অন্য বান্ধবীর কথা শোনা গেল, যা নিয়ে জল্পনা বাড়ছে। কিয়ারা সঙ্গে বিয়ের জল্পনার মধ্যেও অন্য বান্ধবীর কথাতে মজে আছেন সিদ্ধার্থ।
712
শরীরচর্চার জন্য বেশ ভালই নামডাক রয়েছে সিদ্ধার্থ মলহোত্রার। তবে এই শরীরচর্চার জন্যই একদিন প্রেমিকার কাছে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সেই পুরোনো দিনের কথাই তুলে ধরলেন সিদ্ধার্থ মলহোত্রা।
812
মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু। দিল্লির ছেলে সিদ্ধার্থ পেশাদার জীবন শুরু করেছিলেন মডেল হিসেবে। তারপরেই মুম্বইতে পা রেখে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস-এ চাকরি পান। ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন সিদ্ধার্থ।
912
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় সিদ্ধার্থ মলহোত্রার। তারপর থেকেই আলিয়া ভাটের সঙ্গে গুঞ্জন শোনা যায়। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তারপরই কিয়ারা সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা।
1012
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বান্ধবীর সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার থেকেও জিমে গিয়ে ঘাম ঝরাতে বেশি স্বাচ্ছন্দ ছিলেন সিদ্ধার্থ। যার কারণেই এক সময় বান্ধবীর কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল সিদ্ধার্থর। তবে বান্ধবীর নাম খোলসা করে বলেননি অভিনেতা।
1112
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ প্রেমিকা কিয়ারা আদবানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ। সোনার কেল্লার শহর জয়সলমীরেই বিয়ের আসর বসতে চলেছে।
1212
মুম্বইয়ের প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি চন্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজ খবর করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। উল্লেখ্য, এই রিসর্টেই বিয়ে করেছিলেন রাজকুমার ও পত্রলেখা। ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট খুঁজছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।