
পর পর ৩ বার। ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্যাফেতে। কমেডিয়ান কমিল শর্মার ক্যাফেতে গত ৪ মাসে এই তিনবার গুলিল চলল। এই ঘটনায় গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো আর কুলদীপ সিধু এই ঘটনার দায় স্বীকার করেছে। এই দুই ব্যক্তিই লরেন্স বিষ্ণোই গ্যাং-র সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ঘটনায় দায় স্বীকার করেছে এই ২ জন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সশস্ত্র ব্যক্তি, কপিল শর্মার ক্যাফে লক্ষ করে গুলি চালাচ্ছে। জানা যায়, কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে অন্ত হাফ ডজনগুলি চালানো হয়। তবে এই ঘটনা হতাহতের কোনও খবর নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা সাধারণ মানিষকে ভয় পাওয়ানোর জন্যই তারা ঘটিয়েছে। যাতে সাধারণ মানুষ এই ক্যাফে থেকে দূরে থাকে।
কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে কেন বার বারে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ সকলের মনে। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত গোল্ডি ঢিঁলো ও কুলদীপ সিধু সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে কপিল শর্মার ক্যাফেতে অগাস্ট মাসের ৮ তারিখ হামলা হয়েছিল। সেই সময় অন্তত ২৫ টা গুলি চলেছিল।
এদিকে, সদ্য একটি হুমকি ফোন পেয়েছেন কপি। তার কাছ থেকে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রাবের নাম করে ১ কোটি টাকা চাওয়া হয়। একাধিক নম্বর থেকে ফোন আছে। তদন্তে নেমে পুলিশ কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে। জানা যায় আগামী ৩০ তারিখ পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে।
একদিকে ক্যাফেতে গুলি বর্ষণ অন্যদিকে হুমকি ফোন- সব নিয়ে বিপাকে কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা।