"কারণ, আমি মারা যাব" বিয়ের তিন মাসের মধ্যে চাঞ্চল্যকর পোস্ট এই অভিনেত্রীর! আতঙ্কিত ভক্তরা

Published : Jul 20, 2024, 12:05 PM IST
Arati Singh

সংক্ষিপ্ত

"কারণ, আমি মারা যাব" বিয়ের তিন মাসের মধ্যে চাঞ্চল্যকর পোস্ট এই অভিনেত্রীর! আতঙ্কিত ভক্তরা

সোশ্যাল মিডিয়ায় আলোরণ ফেলে দিয়েছে আরতি সিংয়ের একটি পোস্ট। বিয়ের তিন মাস পরেই রহস্যজনক পোস্ট করলেন অভিনেত্রী।

পোস্ট দেখে রীতিমতো চমকে উঠলেন ভক্তরা।

অভিনেত্রী এমন এক লেখা লিখেছেন যা সত্যিই চিন্তায় ফেলে দেওয়ার মতো। কী এমন লিখেছেন আরতি।

আসলে নিজের পোস্টে মৃত্যুর কথা উল্লেখ করেছেন এই অভিনেত্রী। পোস্ট দেখে অনুমান করছেন অভিনেত্রী নিশ্চই কোনও বড় বিপদের মধ্যে রয়েছেন। অভিনেত্রী নিজের ওয়ালে লিখেছেন, " কাল যদি আমি না থাকি, তাহলে কী হবে? তোমরা কি আমাকে মিস করবে" হঠাৎ কেন এই কথা লিখলেন তিনি এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

এ ছাড়াও আরতি লিখেছেন, "হয়তো তোমরা আমার জন্য একটি পোস্ট বা গল্প উৎসর্গ করবে, যেখানে আমরা একসঙ্গে কিছু দুর্দান্ত স্মৃতিও ভাগ করে নেব। কিন্তু, দুর্ভাগ্যবশত আমি সেই ভালবাসা দেখতে পারব না। কারণ, আমি মারা যাব।’

সম্পর্কে গোবিন্দার ভাগ্নি আরতি সিং। হঠাৎ এই ধরনের পোস্ট করায় হতবাক হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। কেন এমন মৃত্যুর কথা লিখলেন অভিনেত্রী। তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ছাড়াও আরতি লিখেছেন, “ জীবন খুবই অনিশ্চিত। প্রত্যেককে এটাই বলতে চাইব যে যতক্ষণ আমাদের হৃদয়ের কাছের মানুষ থাকবে, ততক্ষণ তাদের ভালোবাসা এবং প্রশংসা করতে থাকুন। আসুন পজিটিভিটি এবং ভালোবাসার প্রচার করি।”

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা