FIR দায়ের হল গৌরী খানের বিরুদ্ধে, আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন শাহরুখ ঘরনি

Published : Mar 02, 2023, 08:22 AM ISTUpdated : Mar 02, 2023, 09:39 AM IST
Gauri khan

সংক্ষিপ্ত

আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন শাহরুখ পত্নী গৌরী খান। বুধবার বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

গৌরী খান কোনও না কোনও কারণে চর্চায় থাকেন। অভিনেত্রী না হয়েও কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত শাহরুখ ঘরনি গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান সর্বদাই শিরোনামে থাকেন। এবার আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন শাহরুখ পত্নী গৌরী খান। বুধবার বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৯ (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন) অধীনে মামলা দায়ের করা হয়েছে। কী এমন করলেন যে এফআইআর দায়ের করা হল গৌরীর নামে। সূত্রের খবর, অভিযোগটি মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ দায়ের করেছেন। কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। অভিযোগকারী বলেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খানের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। ৮৬ লক্ষ টাকা দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি মালিকের হাতে তুলে দিতে পারেননি গৌরী। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি এলাকার তুলসিয়ানি গল্ফ ভিউতে অবস্থিত ফ্ল্যাটটি অন্য কাউকে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন যশবন্ত। গৌরী ছাড়াও তুলসিয়ানি কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর মহেশ তুলসিয়ানি ও চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত এই বিষয় নিয়ে গৌরী কোনও মন্তব্য় করেননি।

 

 

বয়স যে নিছক একটা সংখ্যা মাত্র। তা এতদিন কিং খান প্রমাণ করলেও সেই তালিকায় চলে এসেছেন গৌরী খানও । একবার নয়, একাধিকবার তার প্রমাণ দিয়েছেন গৌরী খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ইতিমধ্যেই সকলের কাছে সুখ্যতি ছড়িয়েছেন গৌরী। এমনকী ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হিসেবেও নজর কেড়েছেন শাহরুখ ঘরনি। ছোটবেলা থেকে ফ্যাশন নিয়ে তার খুবই আগ্রহ ছিল। দিল্লি এনআইএফটি থেকে ফ্যাশন কোর্সও করেছিলেন গৌরী খান। নিজেই স্বপ্নের মান্নাতকে ডিজাইন করেছেন গৌরী। শাহরুখের পরিবারের সবচেয় বড় অনুপ্রেরণা এবং পরামর্শদাতাও গৌরী। বর্তমানে ডিজাইনার হিসেবে সকলের কাছে জনপ্রিয় গৌরী। বলিউডের একাধিক সেলেবদের বাংলোর ডিজাইন তারই হাতের। । পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান সর্বদাই শিরোনামে থাকেন।  সালটা ১৯৯১, ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ। তাদের প্রেম থেকে পরিণতি সবকিছুই যেন সিনেমার মতো রঙিন। শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি যেন হার মানায় বলিউডকেও। ইতিমধ্যেই অভিনেত্রী না হয়েও শাহরুখ পত্নী হিসেবে নয়,  বরং নিজের যোগ্যতায় বি-টাউনে পরিচিত গৌরী খান। 

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত