আর মাত্র দু'দিন, শুরু হচ্ছে বিগ বস ১৯, জেনে নিন থাকবেন কোন কোন প্রতিযোগী

Published : Aug 21, 2025, 05:18 PM IST
bigg boss 19 house design inspired by parliament salman khan reality show 2025

সংক্ষিপ্ত

বিগ বস ১৯ এর জন্য প্রস্তুত থাকুন, আগস্ট ২৪ থেকে শুরু। জিওহটস্টার এবং কালার্স টিভিতে দেখুন। সলমান, ফারা এবং করণ উপস্থাপনা করবেন।

খুব শীঘ্রই সারা দেশ জুড়ে শুরু হবে বিগ বস (Big Boss) জ্বর। প্রতিযোগী কারা, কখন শুরু হবে শো, এ নিয়ে উৎসুক দর্শকরা। বলিউডের দাবাং সলমান খান (Salman Khan) প্রস্তুত বিগ বসের মঞ্চে ঝড় তোলার জন্য। আর মাত্র দু'দিন বাকি হিন্দি বিগ বস শুরু হতে। আগস্ট ২৪ থেকে বিগ বস ১৯ (Bigg Boss 19) শুরু হবে।

কোথায় দেখা যাবে বিগ বস ১৯? 

এবার দু'ভাবেই দেখা যাবে বিগ বস ১৯। ওটিটি এবং টিভি, দু'জায়গাতেই এবার বিগ বস প্রচারিত হবে। দর্শকরা জিয়োহটস্টারে বিগ বস দেখতে পারবেন। রাত ৯ টায় শুরু হবে লাইভ প্রচার। যদি লাইভ দেখতে না পারেন, তাহলে টিভিতেও দেখতে পারবেন। যাদের জিয়ো হট স্টার নেই, তারা ১০.৩০ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাত ১০.৩০ তে কালার্স টিভিতে প্রচারিত হবে বিগ বস।

এবার ত্রিগুণ আনন্দ: এ পর্যন্ত ১৮ টি সিজন উপস্থাপনা করেছেন সলমান খান। এবার সলমানের সাথে আরও দু'জন উপস্থাপক দেখতে পাবেন দর্শকরা। বিগ বসের মঞ্চে ফারা খান এবং করণ জোহরকেও দেখা যাবে বলে সূত্রের খবর।

রাজনীতির ছোঁয়া: এবারের বিগ বসের থিম 'ঘরওয়ালো কি সরকার'। বিগ বসের বাড়ি সাজানো হয়েছে সংসদের মতো। এখানে প্রতিযোগীরা তাদের ক্ষমতা প্রদর্শন করবেন। চর্চা, ভোট, বিতর্ক হবে। এবার নেতার বদলে দুটি রাজনৈতিক দল থাকবে। দলীয় প্রচার, ভোট সবই হবে বলে সূত্রের খবর।

কে কে প্রবেশ করবেন বিগ বসের বাড়িতে? বিগ বস শুরু হলেই কারা বাড়িতে ঢুকবেন তা নিশ্চিত হবে। তবে সূত্র মতে, গৌরব খান্না, পায়েল ধরে, হুনার হ্যালি গান্ধী, আবেজ দারবার, নাগমা মিরাজকর, অশ্নুর কৌর, সিভেত তোমার, বাসির আলি, শফাক নাজ এবং নয়নদীপ রক্ষিত বাড়িতে ঢুকবেন বলে শোনা যাচ্ছে।

পাঁচ মাস ধরে চলবে বিগ বস: এবার বিগ বস পাঁচ মাস ধরে চলবে বলে জানা গেছে। তবে পুরো পাঁচ মাস সালমান খান উপস্থাপনা করবেন না বলে শোনা যাচ্ছে। মাঝে মাঝে বিরতি নেবেন সালমান। তখন ফারা খান এবং করণ জোহরের মতো তারকারা উপস্থাপনা করবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত