ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইকার ইউটিবার অগস্ত্য চৌহান, শোকের ছায়া ভক্তদের মধ্যে

Published : May 05, 2023, 12:46 AM ISTUpdated : May 05, 2023, 08:59 AM IST
 Agastya Chauhan

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই ঘটনায় শোকাহত অগস্ত্যর অনুগামী ও ভক্তরা।

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইকার, ইউটিবার অগস্ত্য চৌহান। বাইক রাইডার এবং জনপ্রিয় ইউটিউবার হিসেবে খ্যাত তিনি। বৃহস্পতিবার একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই ঘটনায় শোকাহত অগস্ত্যর অনুগামী ও ভক্তরা। দুর্ঘটনাটি সম্প্রতি ঘটেছে এবং তার ভক্তদের বিধ্বস্ত করেছে। চৌহান তার নির্ভীক বাইক স্টান্ট এবং অসাধারণ রাইডিং ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। এই স্টান্ট তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করতেন। তিনি একজন উত্সাহী অভিযাত্রীও ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে তার বিশাল ফ্যান বেস ছিল। দুঃখজনকভাবে একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী