Mouni Roy: হাই স্লিট স্কার্ট থেকে বিকিনি লুক, ফের উষ্ণতার পারদ চড়াচ্ছেন বঙ্গতনয়া মৌনি

মৌনি মানেই মারকাটারি ফিগার, মৌনি মানেই হট লুক। বোল্ড অবতরে বারে বারে ধরা দেন মৌনি। প্রায়শই হট ফোটোশ্যুট করিয়ে খবরে আসেন। এবারও একই পথে হাঁটলেন নায়িকা।

Sayanita Chakraborty | Published : Aug 25, 2023 9:12 AM IST
110

সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হট ছবি শেয়ার করেছেন মৌনি রায়। যা দেখে এক প্রকার ভিড়মি খেয়েছেন দর্শকেরা। ছবিতে টুপিস পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে। পরনে ডেনিম রঙের পোশাক।

210

একটি ছবিতে সবুজ প্রকৃতির মাঝে পোজ দিয়েছেন মৌনি রায়। মাটিতে প্রিন্টেড চাদর বিছিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সামনে রাখা বই। পরনে ডেনিম রঙের টুপিস। যাতে হট দেখাচ্ছে তাঁকে।

310

কোনও ছবিতে রিসোর্টের সামনে ফ্লোরে শুয়ে পোজ দিয়েছেন। হালকা মেকআপ আর চুলে বেনি। উপুর হয়ে শুয়ে এক সেক্সি পোজ দিয়েছেন মৌনি রায়। আর ওই একই স্থানে চুলে হাত দিয়ে পোজ দিয়েছে।

410

সদ্য তিনটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মৌনি রায়। তার মধ্য দুটি ছবিতে দেখা যাচ্ছে স্কার্ট ও শর্ট টপে। আর একটিতে পরেছেন বিকিনি। হালকা ডেনিম রঙের পোশাকে দেখা দিয়েছেন মৌনি রায়।

510

কখনও শর্ট ড্রেস তো কখনও বিকিনিতে দেখা যায় মৌনিকে। তাঁর হট লুক মুহূর্তে হয় ভাইরাল। তাঁর হট আদায় মুগ্ধ হন ভক্তরা। এবারও ফোটোশ্যুট করিয়ে খবরে এলেন মৌনি রায়।

610

মাঝে লাল রঙের পোশাকে ভাইরাল হয়েছিল মৌনির হট লুক। সব সময়ই এই বঙ্গতনয়ার রূপের জাদুতে কুপোকাত হন তাঁর সকল ভক্ত। পোস্ট করা মাত্রই ভাইরাল হয় তাঁর সকল ছবি। কমেন্টে ভরে যায় তাঁর ওয়াল।

710

এবারও হল না তার অন্যথা। তাঁর শরীরী উষ্ণতায় আগুন ধরল সোশ্যাল মিডিয়ায়। তাঁর হট ছবি দেখে ফের একবার মুগ্ধ হলেন ভক্তরা। কেউ কমেন্টে লিখলেন হট তো কেউ লিখলেন সেক্সি। কেউ লিখেছেন, সুন্দর তো কেউ লিখেছেন wow.

810

এমন প্রায়শই হট ফোটোশ্যুট করে ভক্তদের চমক দেন এই বঙ্গ তনয়া। কদিন আগে ধরা দিয়েছেন শাড়িতে। কালো রঙের শাড়িতে মৌনিকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। স্লিভসেল ব্লাউজ আর সিফন শাড়িতে দেখা গিয়েছিল নায়িকাকে। ছবিতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা।

910

আবার একবার সবুজ সিফন শাড়িতে দেখা গিয়েছিল নায়িকাকে। সেবারও তাঁর হট লুকে মুগ্ধ হয়েছিল সকলে।

1010

সে যাই হোক, এবার একেবারে হট লুকে দেখা দিলেন নায়িকা। তাঁর ছবি ঘুম কাড়ল সকল নেট জনতার। মৌনির মার কাটারি ফিগার ও হট লুক দেখে ফের কুপোকাত হলেন ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos