Kiara Advani: ‘কোমরটা আরেকটু বাঁকালেই…’ ইন্সটাগ্রামে ট্রোলের শিকার কিয়ারা আডবাণী

সৌন্দর্যে মুগ্ধ হওয়া থেকে ট্রোলের বন্যা, বলি নায়িকা কিয়ারা আডবাণীর সাম্প্রতিক ছবিতে দেখা গেল একঝাঁক মিশ্র প্রতিক্রিয়া।

 

Sahely Sen | Published : Aug 25, 2023 5:59 AM IST
16

সৌন্দর্যে বরাবরই তিনি নজরকাড়া, ইদানিং বলি দুনিয়ায় তাঁকে নিয়ে চর্চাও কম নয়।

26

সেই কিয়ারা আডবাণী-র লেটেস্ট ফটোশুটেই ছড়িয়ে পড়ল ট্রোলের বন্যা।

36

কালো স্লিট গাউনে বলি তন্বীকে দেখে যেমন মুগ্ধ হয়ে গেলেন ভক্তরা, তেমনই কেউ কেউ তুললেন প্লাস্টিক সার্জারির প্রসঙ্গ।

46

প্লাস্টিক সার্জারি করিয়েই তিনি এমন সুন্দরী দেখতে হয়েছেন বলেন মন্তব্য করলেন নেটিজেনরা।

56

পাশাপাশি, নিজের ছবিকে তিনি এডিট করে সুন্দর করেছেন বলেও মন্তব্য এল ইন্সটাগ্রামে।

66

কোনও কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার এমনও বললেন যে, কোমরটা আরেকটু বাঁকালেই একেবারে হুবহু IIFA (International Indian Film Academy) পুরস্কার ট্রফির মতো দেখতে লাগবে কিয়ারা আডবাণীকে।

আরও পড়ুন- 
Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর আসছেন শাহরুখ খান, ‘জওয়ান’ দেখে উচ্ছ্বসিত ভারতীয় সেন্সর বোর্ড
'ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা...' বোনের জন্মদিনে এ কি লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়!!
Deepika Padukone: আঙুল তুলে চিত্রগ্রাহককে ধমক! প্রচণ্ড রেগে গেলেন দীপিকা পাড়ুুকোন

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos