২ কোটি না দিলে প্রাণ যাবে, ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, ছেলেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ সেলিমের

সলমন খানকে আবারও হুমকি দেওয়া হয়েছে, এবার ২ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে খুন করার হুমকি দেওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। ছেলের নিরাপত্তার জন্য সেলিম খান নতুন গাড়ি উপহার দিয়েছেন।

Sayanita Chakraborty | Published : Oct 30, 2024 12:09 PM IST / Updated: Oct 30 2024, 05:40 PM IST

২ কোটি টাকা চেয়ে ফের হুমকি দিল সলমন খানকে। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে খবরে সলমন। একের পর এক হুমকি আসছে তার কাছে। সদ্য গুফরান খান নামে এক ব্যক্তি হুমকি দিয়েছিল সলমন খানকে। ২০ বছরের এই যুবককে সদ্য গ্রেফতার করেছে পুলিশ। সে নয়ডায় লুকিয়ে ছিল। শুক্রবার অভিযুক্ত সেই ব্যক্তি বান্দ্রা পূর্বে জিশান সিদ্দিকির জনসংযোগ অফিসে ফোন করে টাকা দাবি করেন। টাকা না দিলে জিশান ও সলমনকে হত্যা করার হুমকি দেন।

এবার ফের হুমকি পেলেন ভাইজান। শুক্রবারের পর মঙ্গলবার হুমকি বার্তা পেলেন তিনি। হুমকি দিয়ে বলা হয়েছে, ২ কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে। হুমকি পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ওরলি স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। শুরু হয়ে গিয়েছে তদন্ত। এদিকে কদিন আগে ৫ কোটি টাকা চেয়ে এক ব্যক্তি হুমকি দিয়েছিল ভাইজানকে।

Latest Videos

এদিকে ছেলের নিরাপত্তার কথা ভেবে তাঁকে গাড়ি উপহার দিলেন সেলিম খান। ধনতেরাস উপলক্ষে নতুন গাড়ি কিনলেন সেলিম খান। প্রথমে শোনা যাচ্ছিল, নিরাপত্তার খাতিরেই সেলিম এই গাড়িটি ছেলে সলমনকে কিনে দিয়েছেন। ধনতেরাসের দিন পুজো হয় গাড়িটির। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, পুরোহিত পুজো করছে। মার্সিডিজ বেনজ কিনেছেন তিনি। যার দাম ১.৫৭ কোটি টাকা।

গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পাচ্ছে ভাইজান। সে কারণে বাড়িয়ে দিয়ছেন নিজের নিরাপত্তরক্ষী। এখন তিন শিফতে ৬০ থেকে ৭০ জন কাজ করছে। 

Share this article
click me!

Latest Videos

এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja
'ভুয়ো! রাজ্যের বাইরে চলেনা, অবিলম্বে আয়ুষ্মান ভারত যোজনা চালু করুন মমতা' | Suvendu Adhikari | BJP
Sundarbans-এ দাঁড়িয়ে Mamata-কে একহাত নিলেন Agnimitra Paul! দেখুন কী বললেন | South 24 Parganas News
মাঠে নেই প্যান্ডেল! কালীপুজোর আগেই Ranaghat-এ মর্মান্তিক ঘটনা, দেখুন কী হলো! | Ranaghat | Kali Puja
একসঙ্গে স্টেজ মাতালেন বিদ্যা-মাধুরী! Madhuri-র সঙ্গে স্টেজ শেয়ার করে আপ্লুত Vidya, দেখুন