২ কোটি না দিলে প্রাণ যাবে, ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, ছেলেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ সেলিমের

Published : Oct 30, 2024, 05:39 PM ISTUpdated : Oct 30, 2024, 05:40 PM IST
Salman Khan Bigg Boss 18

সংক্ষিপ্ত

সলমন খানকে আবারও হুমকি দেওয়া হয়েছে, এবার ২ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে খুন করার হুমকি দেওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। ছেলের নিরাপত্তার জন্য সেলিম খান নতুন গাড়ি উপহার দিয়েছেন।

২ কোটি টাকা চেয়ে ফের হুমকি দিল সলমন খানকে। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে খবরে সলমন। একের পর এক হুমকি আসছে তার কাছে। সদ্য গুফরান খান নামে এক ব্যক্তি হুমকি দিয়েছিল সলমন খানকে। ২০ বছরের এই যুবককে সদ্য গ্রেফতার করেছে পুলিশ। সে নয়ডায় লুকিয়ে ছিল। শুক্রবার অভিযুক্ত সেই ব্যক্তি বান্দ্রা পূর্বে জিশান সিদ্দিকির জনসংযোগ অফিসে ফোন করে টাকা দাবি করেন। টাকা না দিলে জিশান ও সলমনকে হত্যা করার হুমকি দেন।

এবার ফের হুমকি পেলেন ভাইজান। শুক্রবারের পর মঙ্গলবার হুমকি বার্তা পেলেন তিনি। হুমকি দিয়ে বলা হয়েছে, ২ কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে। হুমকি পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ওরলি স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। শুরু হয়ে গিয়েছে তদন্ত। এদিকে কদিন আগে ৫ কোটি টাকা চেয়ে এক ব্যক্তি হুমকি দিয়েছিল ভাইজানকে।

এদিকে ছেলের নিরাপত্তার কথা ভেবে তাঁকে গাড়ি উপহার দিলেন সেলিম খান। ধনতেরাস উপলক্ষে নতুন গাড়ি কিনলেন সেলিম খান। প্রথমে শোনা যাচ্ছিল, নিরাপত্তার খাতিরেই সেলিম এই গাড়িটি ছেলে সলমনকে কিনে দিয়েছেন। ধনতেরাসের দিন পুজো হয় গাড়িটির। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, পুরোহিত পুজো করছে। মার্সিডিজ বেনজ কিনেছেন তিনি। যার দাম ১.৫৭ কোটি টাকা।

গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পাচ্ছে ভাইজান। সে কারণে বাড়িয়ে দিয়ছেন নিজের নিরাপত্তরক্ষী। এখন তিন শিফতে ৬০ থেকে ৭০ জন কাজ করছে। 

PREV
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা