Aishwarya Rai Bachchan: 'কানের' মঞ্চে সিঁথিরাঙা সিঁদুরে বচ্চন বধূ, ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে সামনে এলেন রাই সুন্দরী

Published : May 22, 2025, 03:37 PM IST

Aishwarya Rai Bachchan: বিয়ে নিয়ে বলিউডে সব থেকে বেশি চর্চায় থাকেন যিনি, অবশেষে তাঁকে দেখা গেল 'কানের' রেড কার্পেটে। সিঁথি ভরা সিঁদুরে কানের মঞ্চে একেবারে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধনে নিজেকে মেলে ধরলেন বচ্চন পরিবারের বধূ  ঐশ্বর্য রাই বচ্চন।    

PREV
18
কানের মঞ্চে ঐশ্বর্য রাই বচ্চন

ফ্রান্সের প্যারিস শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। কানের মঞ্চে একেবারে ভারতীয় পোশাক-সংস্কৃতিতে নিজেকে মেলে ধরলেন পাঁচ বারের মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন। কানের ফিল্ম ফেস্টিভ্যালে ২০২৫ এর রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গিয়েছে ঝলমলে বেনারসি সিল্ক শাড়ি এবং মাথা ভর্তি সিঁদুরের সাজে। যা সকলের নজর কেড়েছে। 

28
বিবাহ বিচ্ছেদের গুজবে জল

শ্বশুড়বাড়ির সঙ্গে সম্পর্ক নাকি তার ভালো না। মেয়েকে নিয়ে মাঝে মধ্যে যখন এয়ারপোর্টে দেখা যায় ঐশ্বর্যকে তখনই এই গুনঞ্জন আরও জোরদার হয়ে ওঠে। তবে সে সব নিয়ে অবশ্য এখনও পর্যন্ত ঐশ্বর্য বা বচ্চন পরিবারের তরফে কেউই কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কানের রেড কার্পেটে ঐশ্বর্যের সিঁথিভরা সিঁদুর অবাক করে  দিয়েছে নেটিজেনদের। 

ঐশ্বর্য রাই বচ্চন প্রথমবার কান্সের রেড কার্পেটে সিঁদুর পরে তার বিবাহ বিচ্ছেদের গুজবের প্রতিবাদ করলেন।

38
মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে ঐশ্বর্য

মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়না দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। কানের মঞ্চে তাঁর এই লুকের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বচ্চন পরিবারের বউমা। যা দেখে আপ্লুত নেটনাগরিকরা। ভক্তরা যেমন তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং অনেকে তাকে কান্সের রানী বলেও অভিহিত করেছেন।

48
সিঁদুর পরে 'কানে' ঐশ্বর্য

একজন ভক্ত লিখেছেন, 'কেউ তাকে হারাতে পারবে না... রানী সবসময় রানীই থাকবেন, মুকুট থাকুক বা না থাকুক।' মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়নায় ঝড় তুলেছেন ঐশ্বর্য। সবচেয়ে নজর কাড়ল তাঁর সিঁথির চওড়া সিঁদুর। মুখে কিছু না বলেও, ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিলেন, শুধু সিঁদুর পরে এসে দাঁড়িয়ে।

58
ঐশ্বর্যের নয়া লুকে আপ্লুত ভক্তরা

ঐশ্বর্যের লুক নিয়ে একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কান্সের এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম।' অন্য আরেকজন বলেছেন, 'তার হাসির মতো সিঁদুরটাও ঝলমল করছে।'

68
'অপারেশন সিঁদুর'-এর বার্তা

ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুর লুক নিয়ে একজন লিখেছেন, 'এভাবেই আপনি বিশ্বমঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর মর্যাদা রক্ষা করলেন। কোন টুইট নয়, কোন বিবৃতি নয়, কোন প্ল্যাকার্ড নয়। কাজ কথার থেকে বড়।'

78
সাদা বেনারসিতে মোহময়ী ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন কান্সের রেড কার্পেটে সাদা বেনারসি শাড়ি পরেছিলেন, যার উপর সোনালী জরি এবং কাট-দানা দিয়ে ফুলের কাজ করা। শাড়ির গায়ে চমৎকার সোনালী বর্ডারও রয়েছে। যা তাঁকে এনে দিয়েছে একেবারে অন্যমাত্রা। তাঁর এই পোকাশ, মাথার সিঁদুর বিশ্বমঞ্চে যেন প্রতিনিধিত্ব করল ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতির। 

88
সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন

কানের মঞ্চে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কারণ, ঐশ্বর্য রাই বচ্চন শাড়ির সঙ্গে মণীশ মালহোত্রার গয়না পরেছিলেন, যার মধ্যে ১৮ ক্যারেট সোনায় ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি এবং কাটা হীরা বসানো ছিল। তার গলায় এই হার অসাধারণ লাগছিল। এক কথায় ভারতীয় হিসেবে কানের মঞ্চে আরও একবার নিজের রূপের জাদু দেখালেন ঐশ্বর্য রাই বচ্চন। 

Read more Photos on
click me!

Recommended Stories