Narendra Modi On Pakistan Issues: জম্মু কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার আজ একমাস। ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Narendra Modi On Pakistan Issues: পহেলগাঁও হামলার আজ একমাস। ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে নৃশংস ভাবে প্রাণ গিয়েছে ২৬ পর্যটকের। সেই দিনের ঘটনার কথা মনে করে ফের একবার পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২২ এপ্রিলের নৃশংস ঘটনার বদলা যে ভারত মাত্র ২২ মিনিটে নিয়েছে সেকথাও জানান নমো।

বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে অনুষ্ঠিত এক জনসভা থেকে ফের পাকিস্তানের বিরুদ্ধে হুংকার দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের জনসভা থেকে তিনি বলেন, ''২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ ২২ মিনিটের মধ্যে 'অপারেশন সিঁদুর' সামরিক অভিযানের মাধ্যমে নিয়েছে ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল। ২২ এপ্রিলের হামলার জবাব, আমরা ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নয়টি বৃহত্তম আস্তানা ধ্বংস করেছি। বিশ্বের এবং দেশের শত্রুরা দেখেছে যখন 'সিঁদুর' বারুদে পরিণত হয় তখন কী ঘটে।" তিনি আরও বলেন, ''আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টগবগ করে ফোটে।"

Scroll to load tweet…

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে যে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তার বদলা নিতে ৭ মে ভারতের 'অপারেশন সিঁদুর' নামের সামরিক অভিযান শুরু হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী, এই অভিযানে জইশ-ই-মুহাম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় ১০০ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ভারত ঐক্যবদ্ধ। (পহেলগাঁও সন্ত্রাসী হামলার) গুলির শব্দ ১৪০ কোটি ভারতীয়কে আঘাত করেছে। আমরা সন্ত্রাসের মূলে আঘাত হেনেছি। সরকার সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানকে নতজানু করেছে। পাকিস্তানের সঙ্গে কথা হলে, শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। যদি এখনও জঙ্গি রফতানি জারি রাখে, তাহলে পরতে পরতে এর মূল্য চোকাতে হবে। জল পাবে না। ভারতের সংকল্প এটা। কেউ তা থেকে সরাতে পারবে না। ভারতের প্রতিটি কোণ মজবুত করতে হবে।''

মোদী বলেন, ''প্রতিটা সন্ত্রাসবাদী হামলার মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের সেনা, তাদের অর্থনীতিকে এই মূল্য চোকাতে হবে। পাকিস্তান এই এয়ারবেসকেও নিশানা করেছিল, কিন্তু কোনও ক্ষতি করতে পারেনি। এখান থেকে কিছু দূরেই পাকিস্তানের এয়ারবেস আছে, জানি না কবে খুলবে। আইসিইউ-তে আছে। পাকিস্তান কখনও ভারতের সঙ্গে সোজাভাবে লড়াই করে জিততে পারে না। সেই জন্য সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করেছে। স্বাধীনতার পর থেকে এটাই চলছে। পাকিস্তান সন্ত্রাস হামলা চালাত, ভারতে ভয় তৈরি করত। কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল, এখন মোদী বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মোদীর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে।''

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে অমৃত ভারত প্রকল্পের অধীনে থাকা রেল স্টেশনগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi News)। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে তৈরি হচ্ছে ১০৩টি রেল স্টেশনের ভোল বদলের কাজ। 

সরকারি সূত্রে খবর, দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৬টি জেলায় ১০৩টি রেল স্টেশন নবনির্মাণ ও সংস্কার করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এর মধ্যে রয়েছে বাংলার কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন, পানাগড় ও জয়চণ্ডী পাহাড় স্টেশনও রয়েছে। এর জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে কেন্দ্রের তরফে। আর এদিন এই অমৃতভারত রেলস্টেশগুলির ভার্চুয়াল উদ্বোধন করতে এসে আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।