Mouni Roy: প্রিন্টেড শর্ট ড্রেসে চুঁইয়ে পড়ছে যৌবন, উষ্ণতার পারদ চড়িয়ে নেট দুনিয়ায় আগুন ধরালেন মৌনি

মারকাটারি ফিগারে বোল্ড অবতরে বারে বারে ধরা দেন মৌনি রায়। এই বঙ্গতনয়ার রূপের জাদুতে কুপোকাত হন তাঁর সকল ভক্ত। এবার হল তেমনটাই। সদ্য ভাইরাল হয়েছে মৌনির কিছু ছবি।

Sayanita Chakraborty | Published : Jul 10, 2023 1:26 PM
110
মৌনি রায়

সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে খবরে এলেন মৌনি রায়। প্রিন্টেড পোশাকে ঝড় তুললেন মৌনি। তাঁর শরীরী উষ্ণতায় আগুন ধরল সোশ্যাল মিডিয়ায়। তাঁর হট ছবি দেখে ফের একবার মুগ্ধ হলেন ভক্তরা।

210
মৌনি রায়

কখনও শর্ট ড্রেস তো কখনও বিকিনিতে দেখা যায় মৌনিকে। তাঁর হট লুক মুহূর্তে হয় ভাইরাল। তাঁর হট আদায় মুগ্ধ হন ভক্তরা। এবার মুম্বইয়েই নতুন ফোটো শ্যুট করালেন। দেখে বোঝা যাচ্ছে ব্যলকনির ধারে এমন আকর্ষণীয় ছবি তুললেন মৌনি।

310
মৌনি রায়

একটি ছবিতে দেখা যাচ্ছে, রেলিং-র ধারে দাঁড়িয়ে মৌনি। তাঁর পিছনে রয়েছে মুম্বই শহরে। মায়া নগরীর সৌন্দর্য চিত্র ফুটে উঠেছে এই ছবিতে. তার সামনে দাঁড়িয়ে মৌনি। ছবিতে বেশ আকর্ষণীয় পোজ দিয়েছেন নায়িকা।

410
মৌনি রায়

কোনও ছবি আবার নেওয়া লো অ্যাঙ্গেল থেকে। সেই ছবি স্পষ্ট মেঘলা আকাশ। হাওয়ায় উঠছে চুল। সেই চুল হাত দিয়ে আটকাচ্ছেন মৌনি। ছবিতে বেশ হট দেখাচ্ছে নায়িকাকে।

510
মৌনি রায়

আবার সেলফি শেয়ার করেছেন কিছু। যেখানে আকর্ষণীয় ভঙ্গীতে পোজ দিয়েছেন। চোখে গাঢ় মেকআপ, ঠোঁকে হালকা লিপস্টিক, খোলা চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে।

610
মৌনি রায়

আবার কোনও ছবিতে স্পষ্ট তাঁর ক্লিভেজ। এমনিতেও আকর্ষণীয় চেহারার কারণে বারে বারে খবরে আসেন মৌনি। এবার ছবিতে নজর কাড়ল মৌনির আকর্ষণীয় চেহারা।

710
মৌনি রায়

এই প্রিন্টেড পোশাক ছিল বেশ খোলামেলা। এতটি ছবিতে পিছন থেকে পোজ দেন নায়িকা। এই ব্যাক লেস ড্রেসে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল মৌনিকে। ছবিতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা, শরীরী বিভাজন নজর কাড়ে সকলের।

810
মৌনি রায়

এমন প্রায়শই হট ফোটোশ্যুট করে ভক্তদের চমক দেন এই বঙ্গ তনয়া। কদিন আগে ধরা দিয়েছেন শাড়িতে। সবুজ রঙের শাড়িতে মৌনিকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। সদ্য স্লিভসেল ব্লাউজ আর সিফন শাড়িতে দেখা গিয়েছে নায়িকাকে। ছবিতে স্পষ্ট তাঁর লাস্যময়ী চেহারা।

910
মৌনি রায়

সেবার সবুজ রঙের সিকোয়েন্সের কাজ করা শাড়িতে দেখা গিয়েছে মৌনিকে। এর সঙ্গে পরেছিলেন নুডুন স্ট্রাপের ব্লাউজ। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরের বিভাজন। ফুটে উঠেছে লাস্যময়ী চেহারা।

1010
মৌনি রায়

কদিন আগে অস্কারের মঞ্চ কাঁপিয়েছিলেন মৌনি রায়। সেখানে হাজির হয়েছিলেন তিনি। অস্কারে রেড কার্পেটে রোজই নিত্য নতুন স্টাইলিশ পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় সমস্ত বিশ্ববাসীর নজর কেড়েছিলেন নায়িকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos