গাঢ় রানি রঙের ভারী জরির কাজ করা লেহেঙ্গা, স্লিভলেস ব্লাউজ, ম্যাচিং ওড়না, গলায় জরোয়ার সেট পরেছিলেন স্বরা ভাস্কর। গলায় জ্বলজ্বল করছে মঙ্গলসূত্র। রিসেপশনে স্বরা রূপের জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে। ফাহাদের পরনে ছিল ঘিয়ে রঙের কাজ করা শেরওয়ানি ও সাদা পাজামা। ফুল দিয়ে সাজানো হয়েছিল রিসেপশনের জায়গা। নববধূ স্বরা ও ফাহাদ ছবিতে একসঙ্গে পোজ দিয়েছেন। কখনও ক্যামেরায়, কখনও আবার একে অপরের দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছেন স্বরা ও ফাহাদ।