অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো। আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। এছাড়া ডাফ অ্যান্ড ফেলপসের খবর অনুযায়ী আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি টাকা। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের বউমা।