বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া ভাট, জন্মদিনে রইল অবাক করা তথ্য

২৯ টা বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটদুনিয়া। অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন পর্দার গাঙ্গুবাঈ। বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া, জন্মদিনে জেনে নিন অবাক করা তথ্য।

Web Desk - ANB | Published : Mar 15, 2023 7:58 AM IST
112

জীবনের ২৯ টা বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা। খুব অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন পর্দার গাঙ্গুবাঈ। বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া ভাট, জন্মদিনে জেনে নিন অবাক করা তথ্য।

212

অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন আলিয়া ভাট, তবে বাবা পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতা দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন আলিয়া ভাট। সর্বদাই শিরোনামে থাকেন বলি নায়িকা।

312

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার নিখুঁত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। ছবির সাফল্যে তিনি যেন কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। ছবি মুক্তির দিন থেকেই  বিতর্ক, সমালোচনা লেগেই রয়েছে ছবিকে ঘিরে। তবে এককথায় বলতে গেলে সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। গোটা ছবিতে আলিয়াকে যতবার দেখছে ততবারই যেন নতুন করে প্রেমে পড়েছে দর্শক ।

412

 বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে ফেলছেন আলিয়া ভাট।  তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চাও কম হয় না বি-টাউনের অন্দরে।
 

512

মাত্র ৯ বছরে  কেরিয়ারে  আলিয়ার মোট সম্পত্তিমূল্য প্রায় ৭৪ কোটি টাকা। কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। 

 

612

অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। ৩২ কোটি টাকার ওই একই আবাসনে রয়েছে রণবীর কাপুরের ফ্ল্যাট।

712

 আরও জানা গেছে, ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজক গৌরী খানকে দিয়েছিলেন আলিয়া ভাট। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন।

812

 প্রথমবার ১৩ কোটি ১১ লাখ টাকায় জুহুতে ফ্ল্যাট কিনেছিলেন আলিয়াা। এবং সেটাই ছিল তার প্রথম সম্পত্তি। তারপরই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ২০১৮ সালে লন্ডনে বাড়ি কেনেন আলিয়া। 

912

এখানেই শেষ নয়, আলিয়ার নিজস্ব একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বাড়ির পাশাপাশি গাড়ির তালিকাও অনেক বড়।  
 

1012

অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো।  আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। এছাড়া ডাফ অ্যান্ড ফেলপসের খবর অনুযায়ী আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি টাকা। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও  মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের বউমা।  
 

1112

২০২২ সালে  চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।   আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।  বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। 

1212

 মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। এই মুহূর্তে রালিয়ার একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যদিও খুদের ছবি এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া।  আপাতত মেয়ে রাহাকে নিয়েই সময় কাটছে আলিয়ার।  মেয়েকে সামলানোর পাশাপাশি কাজও শুরু করে দিয়েছেন আলিয়া ভাট।

Share this Photo Gallery
click me!

Latest Videos