'সে এক ম্যাজিকাল গার্ল',ছোট আলিয়াকে কোলে নিয়ে প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রীর

রবিবারই সুখবর দিলেন রণবীর-আলিয়া। কন্যা সন্তানের মা হলেন আলিয়া ভাট। দুই পরিবারেই বইছে আনন্দের জোয়ার। ছোট আলিয়াকে ঘিরে উত্তাল বলিউড-সহ গোতা নেটপাড়া। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এইচএন রিল্যায়ান্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলিয়া ভাটকে।

'আমাদের জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত', মা হওয়ার পর আলিয়ার প্রথম প্রতিক্রিয়ায় উঠে এল এক আবেগঘন মুহূর্তের ছবি। নিজের ইনস্টাগ্রামে সিংহ, সিংহীর সঙ্গে খুদে শাবকের ছবি শেয়ার করলেন নব অভিভাবক। 'সে এক ম্যাজিকাল গার্ল', কন্যা সন্তানকে পেয়ে লিখলেন সদ্য মা হওয়া অভিনেত্রী। রবিবাসরীয়র দুপুর আনন্দের জোয়ারের মাঝেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন,'আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান জন্ম নিয়েছে, সে সত্যিই এক ম্যাজিকাল গার্ল। আমরা আজ অফিসিয়ালি অভিভাবক হলাম। আজ আমাদের আনন্দের ঠিকানা নেই। লাভ লাভ লাভ, আলিয়া ও রণবীর।'

রবিবারই সুখবর দিলেন রণবীর-আলিয়া। কন্যা সন্তানের মা হলেন আলিয়া ভাট। দুই পরিবারেই বইছে আনন্দের জোয়ার। ছোট আলিয়াকে ঘিরে উত্তাল বলিউড-সহ গোতা নেটপাড়া। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এইচএন রিল্যায়ান্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলিয়া ভাটকে। সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। হাসপাতালে পৌঁছন মা সোনি রজদান ও শাশুড়ি নীতু কপুরও। বেলা ১ টা নাগাদ খুশির খবর শোনান অভিনেতা-অভিনেত্রী। খুশির জোয়ারে ভাসছে বলিপাড়া থেকে নেটপাড়া।

Latest Videos

 

 

চলতি বছরেই বিয়ে করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের কিছুদিনের মধ্যেই জীবনে নতুন অতিথি আসার খবরও দিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই নানা সময় নানা খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। রবিবার সকালেই হাসপাতালেই ভর্তি করা হয় আলিয়া ভাটকে। গুঞ্জন শোনা যাচ্ছিল যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া ভাট। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বেলা ১টা নাগাদ সুখবর দিলেন দুই পরিবার। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

আলিয়া ভাটের গর্ভাবস্থা এবং প্রসবের খবর এখন বলিউড মহলে। আলিয়া ভাট সম্পর্কে খবর রয়েছে যে তিনি গত কয়েকদিন ধরে নিজেকে খুব যত্ন নিয়েছেন। দীর্ঘ সময় শরীরকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি কিছু ব্যায়ামও করেছেন। সকালে ঘুম থেকে উঠে তার স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শে তিনি যোগব্যায়ামও করেছেন, যাতে তিনি স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম দিতে পারেন। সিজারিয়ান ডেলিভারি শরীরের জন্য ভালো নয়, যার কারণে প্রাকৃতিক প্রক্রিয়ার জন্য সব চেষ্টাই করছেন আলিয়া।

আরও পড়ুন - 

পরিবারে এল 'জুনিয়র কপুর', কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট

সিজারিয়ান ডেলিভারি এড়াতে প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া, অধীর আগ্রহে অপেক্ষায় 'দাদা' মহেশ ভাট

আলিয়া থেকে সোনম- গর্ভাবস্থায় এদের স্টাইল স্টেটমেন্ট নজর কেড়েছে সকলের, রইল তালিকা

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury