সইফের বাড়িতে দুষ্কৃতী হামলা, ছুরিবিদ্ধ সইফ, আতঙ্কে বলিউড তারকারা, সোশ্যাল মিডিয়ায় করলেন প্রতিবাদ

বুধবার গভীর রাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। পরিচারকদের চিৎকারে সইফের ঘুম ভেঙে গেলে দুষ্কৃতীদের সাথে হাতাহাতি হয় এবং তিনি আহত হন। এই ঘটনায় বলিউড তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন।

মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় বহুতল আবাসনে থাকেন সইফ আলি খান। বলিউডের বেশ পরিচিত নাম। সারা দেশ তো বটেই তার খ্যাতি সারা বিশ্বে। সে কারণে তাঁর যে শত্রুর অভাব হবে না তা সকলের জানা। হয়তো এই শত্রুতার কারণেই ঘটল এমন ঘটনা। তবে, এখনও মেলেনি সঠিক তথ্য। 

বুধবার গভীর রাতে সইফের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল নবাবের বাড়িতে। পুরো ঘটনা যেন সিনেমার মতো। মধ্য রাতে দুষ্কৃতীরা নবাবের বাড়িতে ঢোকে। কিন্তু, পরিচারকদের চিৎকারে ঘুম ভেঙে যায় সইফের। তিনি ঘর থেকে বেড়িয়ে আসেন। এরপরই হাতাহাতি হয় দুষ্কৃতীদের সঙ্গে। আহত হন সইফ। হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে সইফকে। আপাতত তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচার হয়েছে বলে খবর। মুম্বই পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছেন। দায়িত্বে আছেন এনকাইন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক।

Latest Videos

এই ঘটনার পর চাঞ্চল্য দেখা গিয়েছে বলিউড তারকাদের মধ্যে। সকলেই প্রতিবাদ করেছেন এই ঘটনার। অনেকে সোশ্যাল মিডিয়ায় করেছেন বিশেষ পোস্ট। সদ্য বলি তারকা পূজা ভাট সোশ্যাল মিডিয়ায় লেখেন, আইন ও শৃঙ্খলা। আমাদের আইন রয়েছে.. শৃঙ্খলাটা কোথায়? 

জুনিয়র এনটিআরসইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। লেখেন, সইফ আলি খানের ওপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। চিরঞ্জীবী লেখেন, খুবই খারাপ লাগছে, খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করি।

রাজ নায়েক লেখেনে, মারাত্মক খবরে বিচলিত। এই নিয়ে তৃতীয়বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম। গত কালই আমার ভাইঝির বুটিকে হামলা হয়েছে ওই এলাকাতেই। বাড়ির ভিতর ঢুকে এভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুষ্কৃতীরা। আতঙ্কে তো বটেই, এটা বোধহয় আমাদের সচেতন হওয়ার মতোও একটা ঘটনা।

সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ বলিউডে। একের পর এক তারকা প্রতিবাদ করেছেন এই ঘটনার। 

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন