'ভারত মাতা কী জয়' স্লোগান তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট, ভারতীয় সেনাদের কুর্নিশ বরুণ ধাওয়ান ও সানি দেওলের

‘বর্ডার ২’ ছবিতে অভিনয়ের জন্য ভারতীয় সেনাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিলেন বরুণ ধাওয়ান এবং সানি দেওল। সেনা দিবসে সেনাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন। ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

‘বর্ডার ২’ ছবির জন্য ভারতীয় সেনাদের কাছে বিশেষ প্রশিক্ষণ নিলেন বরুণ-সানি। ভাইরাল হল সেই ছবি। সদ্য ‘বর্ডার ২’ ছবি কাজ শুরু করছেনে সানি দেওল। তাঁর সঙ্গে যোগ দিলেন বরুণ ধাওয়ান। ছবিতে দুজনেই ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করবেন। তাদের থেকে প্রশিক্ষণ নিতে ১৫ জানুয়ারি সেনা দিবসের দিনটি সেনাদের সঙ্গে কাটালেন বরুণ ধাওয়ান ও সানি দেওল।

ভারতীয় সেনাদের সাহস, আত্মত্যাগ, উৎসর্গের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলেন সানি দেওল। সেনাদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেতা। সানি সে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন। ছবি পোস্ট করে লেখেন, তখন, এখন এবং চিরকালের জন্য আমাদের বীরদের সাহস, আত্মত্যাগ এবং অটল উৎসর্গকে অভিনন্দন জানাই। শুভ ভারতীয় সেনা দিবস। #HindustanZindabad #ArmyDay।

Latest Videos

 

 

তেমনই বরুণ ধাওয়ানও ছবি পোস্ট করেন। তিনি সেনা অফিসারদের সঙ্গে সেলফি তুলেছেন এবং দ্বিতীয়টিতে সবাইকে একসঙ্গে সুন্দর পজ দিতে দেখা গিয়েছে। তিনি পোস্টটিতে লেখেন, এই আর্নি ডে-তে ভারতের আসল নায়কদের সম্মান জানাচ্ছি। তাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত।

 

 

বর্ডার ২ পরিচালনা করেছেন অনুরাগ সিং। ১৯৯৭ সালে মুক্তিপাওয়া সফল এই ছবির সিক্যোয়েল তৈরি হচ্ছে। ২৭ বছর পর বর্ডার ২ তৈরি হচ্ছে। যা ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এদিকে এ বছর ৭৭ তম সেনা দিবস উদযাপন করছে ভারত। সেনা দিবসটি সেই পুরুষ ও মহিলাদের সেবা ও আত্মত্যাগকে সম্মান করতে বিশেষ পোস্ট করলেন অভিনেতা। এদিন সেনাদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য অনেকেই।

এবছর ছিল ৭৭ তম সেনা দিবস। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল কেএম কারিয়াপ্পা। সেই দিনটিকে স্মরণ করতে প্রতি বছর সেনা দিবস পালিত হয়। এবার ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সানি দেওল ও বরুণ ধাওয়ান।

 

Share this article
click me!

Latest Videos

অস্ত্রোপচারের পর কেমন আছে সইফ? | Saif Ali Khan Injured | #shorts | #saifalikhan | #bollywood |
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
সইফ-এর বাড়িতে ফরেন্সিক টিম | Bollywood Actor Attack | Saif Ali Khan | #shorts #saifalikhan
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি