Holi Celebration: অমিতাভ থেকেশিল্পা এমনকী অঙ্কিতা- কেমন ভাবে পালন করলেন হোলি, রইল ছবি
হোলি সেলিব্রেশন। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে হোলির ধুম দেখা যাচ্ছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শিল্পা শেট্টি পর্যন্ত সবাই রঙের মেজাজে ধরা দিয়েছেন। এছাড়া, অঙ্কিতা লোখান্ডে তার স্বামীর সঙ্গে হোলির আনন্দে জমিয়ে নেচেছেন।