ভেজা শরীর আর সাদা শার্টে উত্তেজক শাহরুখ খান, ডাব্বু রত্নানির ক্যামেরায় ধরা দিলেন আর্দ্র মেজাজে

Published : Feb 27, 2023, 06:29 PM IST

তাঁর ভ্রুপল্লবের একটা ভাঁজেই কেঁপে ওঠে ভক্তদের হৃদয়। অনুগামীরা চিৎকার করে ওঠেন, ‘গুরু, তোমার থেকেই তো শুরু’। 

PREV
110

বলিউড বাদশার মোহময় কিছু ছবির নেপথ্যে বরাবরই থেকে গেছে যাঁর নাম, তিনি ক্যামেরাশিল্পী ডাব্বু রত্নানি। 

210

ডাব্বুর ক্যামেরার সামনে বাদশা যেন হয়ে ওঠেন আরও উজ্জ্বল, আরও আকর্ষণীয়।
 

310

একাই কেবল শাহরুখ নন, ‘দুলহানিয়া’ গৌরী খানের কাছেও অত্যন্ত প্রিয় মানুষ ডাব্বু। 

410

তাঁরই হাতযশে সম্প্রতি কিং খান ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। 
 

510

চিরাচরিত হাসির মধ্যেও তাক লাগালেন রাফ অ্যান্ড টাফ লুকে। 

610

কখনও বা ভ্রুপল্লবের একটা ভাঁজেই কেঁপে উঠবে ভক্তদের হৃদয়। 

710

‘পাঠান’ লুকেও শক্ত চোয়ালে ধরাশায়ী করে দিতে পারেন প্রেমিকাদের দুর্বল মন।
 

810

তাঁকে ‘ভালো ছেলে’-র বেশে দেখেও ব্যাকুল অনুগামীরা চিৎকার করে ওঠেন, ‘গুরু, তোমার থেকেই তো শুরু’। 

910

কিন্তু, কোথাও আবার বোতামখোলা সিক্ত শার্টের অন্দরে দোলা দেয় কামের ঢেউ।
 

1010

নারী-পুরুষ নির্বিশেষে যাঁর বর্ণে-গন্ধে মজে রয়েছে যুগ-যুগান্তর, তিনিই তো বিনোদনের ‘বাজিগর’, বলি দুনিয়ার ‘বেতাজ বাদশা’। 

click me!

Recommended Stories