জলের পাড়ে বিকিনিতে ঢেউ তুলেছেন সানিয়া মালহোত্রা, শরীরী ভাঁজে হাহাকার উঠছে প্রেমিকদের হৃদয়ে

Published : Feb 27, 2023, 02:45 PM ISTUpdated : Feb 27, 2023, 02:56 PM IST

‘দঙ্গল গার্ল’-কে স্বল্প বসনে দেখে রে রে করে উঠল নেট পাড়া। হাঁফ ধরে গেল ভক্তদের বুকে।  

PREV
19

‘চেতনেও আছ, অবচেতনেও আছ’, তেমন করে দুই জগতে যদি কেউ অবাধে বিরাজ করে বেরান, তাঁর নাম সানিয়া মালহোত্রা।

29

বলিউডের ‘দঙ্গল গার্ল’ নিজের রিয়েল লাইফে এক মেঘলা দিনের আচমকা রোদ্দুর।

39

তাঁর ঠোঁটের বেসামাল ওঠা-নামাই হিল্লোল তোলে দর্শকের নিঃশ্বাসে প্রশ্বাসে।

49

তাঁর অহেতুক অগোছালো থেকে যাওয়াই ভক্তদের একটিমাত্র আকুল চাহিদা। 
 

59

সিক্ত দেহে শীতল সুইমিং পুল থেকে উষ্ণ হৃদয়ের অন্দরে বয়ে যাওয়া ঢেউয়ের নাম সানিয়া মালহোত্রা।

69

যাঁকে বারবার স্বল্প বসনে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় হত্যে দিয়েছে ব্যাকুল ভক্তদল,
 

79

সম্প্রতি তিনিই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।

89

জলের পাড়ে স্বল্প বসনে বসে করে ফেলেছেন একটি আনমনা পোস্ট।

99

আর কী? তারপরেই সলাজ হাসি! আদতেই তো পুরুষের ঘোর লাগা চোখে ছিনিমিনি খেলছেন সুন্দরী সাহসিনী।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories