একই নামে ৬ বার হিট হয়েছে এই ছবি, দেখা গিয়েছে ৩ জন হিরোকে, জানেন কোন ছবি?

Published : Apr 15, 2025, 05:46 PM IST

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একই নামে অনেক ছবি তৈরি হয়। কিছু হিট হয়, কিছু ফ্লপ। কিন্তু আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা একই নামে ৬ বার তৈরি হয়েছে এবং প্রতিবারই বক্স অফিসে দারুণ আয় করেছে। 

PREV
16

যে টাইটেলটির কথা বলা হচ্ছে, সেটি হল 'রাজ'। প্রথমবার এই নামে ১৯৬৭ সালে সিনেমা তৈরি হয়েছিল, যেখানে রাজেশ খান্না ও ববিতা প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

26

দ্বিতীয়বার 'রাজ' নামের সিনেমা ১৯৮১ সালে তৈরি হয়েছিল। এতে রাজ বব্বর ও সুলক্ষণা পণ্ডিত প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও বক্স অফিসে হিট হয়েছিল।

36

তারপর তৃতীয়বার ২০০২ সালে 'রাজ' নামের সিনেমা মুক্তি পায়, যেখানে বিপাশা বসু ও ডিনো মরিয়া একসঙ্গে কাজ করেন। ৫ কোটিতে তৈরি এই সিনেমাটি সেই সময় ৩০ কোটির বেশি আয় করেছিল।

46

২০০৯ সালে চতুর্থবার 'রাজ' টাইটেলে সিনেমা তৈরি হয়েছিল। এতে ইমরান হাশমি, কঙ্গনা রানাওয়াত ও অধ্যয়ন সুমন প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও দারুণ আয় করেছিল।

56

তারপর ২০১২ সালে 'রাজ ৩' মুক্তি পায়, যেখানে বিপাশা বসু, ইমরান হাশমি ও ইশা গুপ্তা ছিলেন। ২৮ কোটির বাজেটে তৈরি এই সিনেমাটি সেই সময় ৬৯.৭৩ কোটির দারুণ আয় করেছিল।

66

এরপর ২০১৬ সালে 'রাজ-রিবুট' মুক্তি পায়। এতে ইমরান হাশমি, কৃতি খারবান্দা ও গৌরব অরোরা প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমাটিও হিট হয়েছিল।

click me!

Recommended Stories