বাসভবনে ভোররাতে সইফ আলি খানের উপর চলল ছুরি! হাসপাতলে চিকিৎসাধীন অভিনেতা

অভিনেতা সইফ আলি খানের বাড়িতে রাতের অন্ধকারে ছুরি হামলা। বান্দ্রার বাসভবনে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হন অভিনেতা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

চুরি করার অভিপ্রায়ে অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে তার উপর অতর্কিতে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছে নবাব।ঘটনাটি ঘটেছে রাতভোর তিনটে নাগাদ। বান্দ্রার বাড়িতে ছিলেন তিনি। সেখানেই তার উপর ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে মনে করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অভিনেতা।

জানা গিয়েছে এদিন বান্দ্রার বাসভবনে ছিলেন অভিনেতা সেখানেই ভোররাতে ঘটে এমন ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ।দায়ের করা হয়েছে এইআইআর। অভিযুক্তদের সন্ধান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর জন্য গঠন করা হয়েছে বেশ কয়েকটি দল। তবে সইফের পরিবার করিনা ও তার সন্তানরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

Latest Videos

তবে কীভাবে এই ঘটনা ঘটলো তার জন্য বাড়ির চত্ত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।মাঝরাতে যখন বাড়িতে এই ঘটনা ঘটে সেই সময় পরিবারের সঙ্গেই এই বাড়িতে ছিলেন নবাব। সেই সময় ঘুমাচ্ছিলেন তিনি। অভিযুক্ত সইফ-কে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। বর্তমানে পুলিশ সেই ব্যক্তিদের খুঁজছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু