বাসভবনে ভোররাতে সইফ আলি খানের উপর চলল ছুরি! হাসপাতলে চিকিৎসাধীন অভিনেতা

Published : Jan 16, 2025, 08:36 AM ISTUpdated : Jan 16, 2025, 12:36 PM IST
saif ali khan attacked

সংক্ষিপ্ত

অভিনেতা সইফ আলি খানের বাড়িতে রাতের অন্ধকারে ছুরি হামলা। বান্দ্রার বাসভবনে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হন অভিনেতা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

চুরি করার অভিপ্রায়ে অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে তার উপর অতর্কিতে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছে নবাব।ঘটনাটি ঘটেছে রাতভোর তিনটে নাগাদ। বান্দ্রার বাড়িতে ছিলেন তিনি। সেখানেই তার উপর ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে মনে করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অভিনেতা।

জানা গিয়েছে এদিন বান্দ্রার বাসভবনে ছিলেন অভিনেতা সেখানেই ভোররাতে ঘটে এমন ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ।দায়ের করা হয়েছে এইআইআর। অভিযুক্তদের সন্ধান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর জন্য গঠন করা হয়েছে বেশ কয়েকটি দল। তবে সইফের পরিবার করিনা ও তার সন্তানরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

তবে কীভাবে এই ঘটনা ঘটলো তার জন্য বাড়ির চত্ত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।মাঝরাতে যখন বাড়িতে এই ঘটনা ঘটে সেই সময় পরিবারের সঙ্গেই এই বাড়িতে ছিলেন নবাব। সেই সময় ঘুমাচ্ছিলেন তিনি। অভিযুক্ত সইফ-কে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। বর্তমানে পুলিশ সেই ব্যক্তিদের খুঁজছে।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত