তামান্না ভাটিয়ার 'কাভালা' গানে নেচে বার্সেলোনার প্রতি ভালোবাসা প্রকাশ উগান্ডার শিশুদের

Published : Aug 24, 2023, 08:32 PM ISTUpdated : Aug 24, 2023, 08:43 PM IST
Tamannaah Bhatia

সংক্ষিপ্ত

আফ্রিকার দেশগুলিতে প্রচণ্ড জনপ্রিয় স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনা। একইসঙ্গে বলিউডের ছবি, গানও জনপ্রিয় হয়ে উঠেছে। অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তাও বাড়ছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সারা বিশ্বের সংযোগ স্থাপন হয়ে গিয়েছে। বিশ্বের কোন প্রান্তে কী হয়েছে, সেটা সবাই জানতে পেরে যান। রাজনীতি, সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, ক্রীড়া সংক্রান্ত বিষয়ে সারা বিশ্বের মানুষ সব খবর পেয়ে যান। ফলে ভারতে যেমন জনপ্রিয় হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার শিল্পীরা, তেমনই বলিউডের জনপ্রিয়তাও দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে। বলিউডের ছবি ও গান গত কয়েক দশক ধরেই বিভিন্ন দেশে জনপ্রিয়। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে বলিউডের খ্যাতি ছড়িয়ে পড়ছে। তারই প্রমাণ পাওয়া গেল সঙ্গীতশিল্পী শিল্পা রাওয়ের সোশ্যাল মিডিয়া পোস্টে। একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, উগান্ডার একদল শিশু তামান্না ভাটিয়ার গান 'কাভালা' চালিয়ে নাচছে। তাদের পরনে বার্সেলোনার জার্সি। স্পেনের এই ক্লাবের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছে এই শিশুরা।

সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছেন, ‘এফসি বার্সেলোনার জন্য অসাধারণ সম্মান। আফ্রিকার সুন্দর মানুষের প্রতি আমার ভালোবাসা পাঠাচ্ছি। তোমরা আমার দিনটা ভালো করে দিলে। কাভালাকে ভালোবাসার জন্য তোমাদের ধন্যবাদ।’

 

 

সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্তের ছবি 'জেলার'। এই ছবিরই গান 'কাভালা'। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচণ্ড জনপ্রিয় হয়েছে গানটির ভিডিও। তামান্নার নাচ সবার নজর কেড়ে নিয়েছে। বার্সেলোনার পক্ষ থেকেও 'এক্স' হ্যান্ডলে 'কাভালা' গানে উগান্ডার শিশুদের নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ২৩ লক্ষেরও বেশি 'এক্স' ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। শেয়ার করেছেন ৫৫ হাজারেরও বেশি 'এক্স' ব্যবহারকারী। উগান্ডার শিশুদের নাচ সবারই বেশ পছন্দ হয়েছে। বার্সেলোনার সমর্থকরা ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে। সোশ্যাল মিডিয়ার সুবাদে সারা বিশ্বের বার্সেলোনা সমর্থকরা ভিডিওটি দেখে ফেলেছেন। ফলে এই গানের সঙ্গে যুক্ত শিল্পা ও তামান্নার জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে। 

 

 

''কাভালা' গানটি লিখেছেন অরুণরাজা কামরাজ। গানটি গেয়েছেন শিল্পা ও অনিরুদ্ধ রবিচান্দের। ইউটিউবে এখন অন্যতম জনপ্রিয় গান 'কাভালা'। তামান্না বরাবরই ভালো নাচেন। আফ্রিকার মানুষজন স্বাভাবিক ছন্দে নাচেন। বাংলা গানেও আফ্রিকার মানুষকে নাচতে দেখা গিয়েছে, এমনকী আফ্রিকার ব্যান্ড বাংলা গানও গেয়েছে। এবার বলিউডের গানেও নাচতে দেখা গেল উগান্ডার শিশুদের। এই ভিডিওটির জনপ্রিয়তা সংশ্লিষ্ট শিশুদের অনুপ্রাণিত করে তুলতে পারে। ভবিষ্যতে তাদের বলিউডের অন্য গানেও নাচতে দেখা যেতে পারে। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে বলা হয়, 'সংস্কৃতির মেলবন্ধ ঘটায়।' সেটা যে সত্যিই, তা দেখা যাচ্ছে।

আরও পড়ুন-

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা, আলিয়া ভাট থেকে আল্লু অর্জুন-কারা পেলেন সেরার শিরোপা

‘প্রতি মুহূর্তে তোমার অভাব বুঝতে পারি’- KK-র জন্মদিনে আবেগঘন পোস্ট তাঁর মেয়ের

Urfi Javed : চিরুনি দিয়েই তৈরি করলেন নিজের পোশাক, সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন উরফি

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত