"ছেলেকে মনে পড়ছে" হাসপাতালে বসে অঝোরে কান্না ভারতীর! কী হয়েছে এই কমেডি কুইনের?

Published : May 03, 2024, 03:32 PM ISTUpdated : May 04, 2024, 12:00 PM IST
Comedy queen Bharti Singh admitted in hospital for gallbladder operation

সংক্ষিপ্ত

হাসপাতালে বসে অঝোরে কান্না। ছেলে গোলাকে মনে পড়ছে বলে কেঁদে উঠলেন ভারতী। কিন্তু কী হয়েছে এই কমেডি কুইনের?

হাসপাতালে বসে অঝোরে কান্না। ছেলে গোলাকে মন পড়ছে বলে কেঁদে উঠলেন ভারতী। কিন্তু কী হয়েছে এই কমেডি কুইনের?

জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ভারতীর। যাই খাচ্ছিলেন তাতেই অম্বল হয়ে যাচ্ছিল কমেডিয়ানের। আর তাতেই বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নেন ভারতী। তারপরেই ধরা পড়ল রোগ। যাতে তাঁকে ভর্তি হতে হল হাসপাতালে।

খুব তাড়াতাড়ি অপরেশন হবে তাঁর। বর্তমানে তিনি মুম্বইয়ের বিখ্যাত কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। এক ভিডিয়োতেই ভারতীকে কাঁদতে দেখা গিয়েছে। তিনি তাঁর ছেলে গোলাকে খুব মিস করছেন বলেও জানান অভিনেত্রী। একই সঙ্গে বলেন গত তিন দিনে আমার এত পেট ব্যথা হয়েছে যে সেটার যন্ত্রণায় আমি বাড়ির কাউকে ঘুমাতে পর্যন্ত দিইনি। তাঁর পাশে এই সময় সবসময় তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া ছিলেন বলেও জানান ভারতী।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?