Dance Artist Death: রিতেশের ছবির কাজ করতে গিয়ে নৃত্যশিল্পীর মৃত্যু, ২ দিন পর মিলল দেহ

Published : Apr 25, 2025, 11:29 AM IST
ritesh deshmukh

সংক্ষিপ্ত

Dance Artist Death: রিতেশ দেশমুখের 'রাজা শিবাজি' ছবির শ্যুটিংয়ে মৃত্যু হলো এক কোরিওগ্রাফারের। সাতারা জেলার কৃষ্ণা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান সৌরভ শর্মা। দুই দিন পর উদ্ধার হয় তার মৃতদেহ।

রিতেশ দেশমুখের ছবিতে কাজ করতে গিয়ে মৃত্যু হল কোরিওগ্রাফারের। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিনেতা তথা পরিচালক রিকেশ দেশমুখের ছবি রাজা শিবাজি ছবির কোরিওগ্রাফারদের মধ্যে ২৬ বছর বয়সী এক নৃত্যশিল্পী ছিলেন। তিনি মহারাষ্ট্রের সাতার জেলায় একটি গানের শ্যুটিং শেষ করার পরে নদীতে ডুবে মারা যান। কৃষ্ণা নদীতে ডুবে মারা যান কোরিওগ্রাফার সৌরভ শর্মা।

ছবির একজন কর্মী জানান, নিহতের নাম সৌরভ শর্মা। তিনি নিখোঁজ হওয়ার প্রায় ২ দিন পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই থেকে প্রায় ২৫০ কিমি দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে এই ঘটনা ঘটে। সেখানেই চলছিল রিতেশ দেশমুখের ছবির শ্যুটিং। ছবির নাম রাজা শিবাজি।

মুম্বই থেকে প্রায় ২৫০ কিমি দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে হচ্ছিল গানের শ্যুটিং। সেখানে রং ছিটানোর একটি বিষয় ছিল। ফলে সৌরভও রং ছিলিয়ে ছিলেন। তার হাতে রং লেগেছিল। শ্যুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধুয়ে সাঁতার কাটতে যান। তারপর তীবর জলের স্রোতে ভেসে যান।

এই ঘটনা জানাজানি হতেই পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়। নিখোঁজ শিল্পীকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বেসরকারি সংস্থার সদস্য সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় অনুসন্ধান অভিযান।

মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। বুধবারও সারাদিন তল্লাশির পর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় শিল্পীর দেশ। নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিতিতি করে এই ছবি তৈরি হচ্ছে। মারাঠি এবং হিন্দি ভাষায় আসছে রাজা শিবাজি ছবিটি। ছবি পরিচালনা করছেন রিতেশ দেশমুখ। ছহির

 

 

PREV
click me!

Recommended Stories

কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য
আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর