
সালমান খানের 'সিকন্দর' OTT-তে: ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া সালমান খানের 'সিকন্দর' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের তেমন সাড়া পায়নি। এমনকি একটা সময় টিকিট কাটতেও কেউ রাজি ছিল না। এবার 'সিকন্দর'-কে নিয়ে বড় খবর। খবর অনুযায়ী, সালমানের ছবিটি এবার OTT-তে মুক্তি পাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।
খবর অনুযায়ী, সলমন খানের 'সিকন্দর' সিনেমা হলের পর এবার OTT-তে মুক্তি পাচ্ছে। ছবিটি আগামী মাসের ১১ থেকে ২৫ তারিখের মধ্যে OTT-তে স্ট্রিমিং শুরু হবে। যারা সিনেমা হলে 'সিকন্দর' দেখতে পারেননি, তাদের জন্য এবার সুযোগ। ছবিতে সলমনের সাথে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর, সত্যরাজ এবং শরমন জোশী। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং সলমন খান ফিল্মস।
সলমন খানের 'সিকন্দর' প্রথম দিনে ২৬ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিন আয় ছিল ২৯ কোটি। তৃতীয় দিন থেকেই আয় কমতে শুরু করে। প্রথম সপ্তাহান্তে ছবিটি ৯০.২৫ কোটি টাকা আয় করে। দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ১৭.৫৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে ছবিটি মাত্র ২.১ কোটি টাকা আয় করে। ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় ১১০.২৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটি ১৮৪.৭৭ কোটি টাকা আয় করেছে।
গত ৫ বছরে সলমন খানের বক্স অফিস রেকর্ড খুব একটা ভালো নয়। 'রাধে', 'অন্তিম', 'কিসি কা ভাই কিসি কি জান', 'টাইগার ৩' সহ আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। 'টাইগার ৩' ছাড়া বাকি সব ছবিই ফ্লপ। 'টাইগার ৩'-ও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সলমন 'আলফা' নামের একটি স্পাই ছবিতে ক্যামিও করবেন। ছবিতে আলিয়া ভাট্ট এবং শরवरी ওয়াঘ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। আর ববি দেওল খলনায়কের ভূমিকায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।