১৭ বছর বয়সে কেরিয়ার শুরু আদিত্য সিং রাজপুতের। ক্রান্তিবীর ও ম্যায় গান্ধী কো নেহি মারা ছবিতে অভিনয় করেন। ৩০০টিরও বেশি বিজ্ঞাপন করেছেন। শেষ তাঁকে স্প্লিটসভিলা ৯-এ দেখা গিয়েছিল। লাভ, আশিকি, কোড রেড, ব্যাডবয় সিজন ৪-র মতো প্রোজেক্টে কাজ করেছিল প্রয়াত আদিত্য সিং রাজপুত।