Zara Hatke Zara Bachke: ছবির প্রোমোশনে রাজস্থানে ভিকি-সারা, সাক্ষাৎ করলেন ১৭০ জন সদস্যের পরিবারের সঙ্গে

Published : May 22, 2023, 12:02 PM IST

ছবির প্রোমোশনে রাজস্থানে হাজির হলেন ভিকি কৌশল ও সারা আলি খান। সাক্ষাৎ করলেন ১৭০ জন সদস্যের পরিবারের সঙ্গে। খেলেন হাতে তৈরি রুটি।

PREV
110

শীঘ্রই আসছে ‘যারা হাটকে জারা বাচকে’। রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধবেন সারা আলি খান ও ভিকি কৌশল। বর্তমানে জমিয়ে চলছে ছবির প্রচার। সম্প্রতি, ছবির প্রচারে রাজস্থানে গেলেন সারা আলি খান ও ভিকি কৌশল।

210

আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘যারা হাটকে জারা বাচকে’। ১৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। ‘রোম্যান্টিক নাকি নাটকীয়? কেমন হবে আমাদের এই ছবির গল্প? কী মনে করছেন আপনারা? আগামীকাল মুক্তি পাবে আমাদের ছবি জারা হাটকে জারা বাচকের ট্রেলার। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।’- এভাবে ছবির কথা ঘোষণা করেছিলেন। এর পরই প্রকাশ্যে আসে ট্রেলার।

310

কয়েক মিনিটের ট্রেলার বলছে, ইমোশন, ড্রামা ও রোম্যান্সের ভরপুর এই ছবি। এক মধ্যবিত্ত পরিবারের দম্পতির কাহিনি নিয়ে তৈরি ‘যারা হাটকে জারা বাচকে’। মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে মেয়ের বিবাহিত জীবনের গল্প নিয়ে তৈরি ছবিটি।

410

এবার ছবির প্রচারে রাজস্থানে গেলেন সারা ও ভিকি। সেখানে সাক্ষাৎ করলেন ১৭০ জন সদস্যের পরিবারের সঙ্গে। সদ্য নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন ভিকি। সেখানে দেখা যাচ্ছে, বহু সাধারণ মানুষের মাঝে বসে গল্প করছেন ভিকি ও সারা।

510

ভিকির পরনে কালো শার্ট ও প্যান্ট। আর সারা আলি খান পরেছেন হালকা রঙের প্রিন্টেড চুরিদার। আর দুজনেরই গলায় রয়েছে ফুলের মালা। আবার কোনও ছবিতে রাজস্থানের এই সকল বাসীন্দাদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে তাঁদের।

610

আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে রুটি খাচ্ছেন ভিকি। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে স্পষ্ট পোঝা যাচ্ছে, ‘যারা হাটকে জারা বাচকে’ ছবির প্রমোশনে গিয়ে রুটি খেলেন ভিকি কৌশল। তেমনই পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে মাথায় পাগরি পরে রয়েছেন ভিকি। এই সকল ছবি পোস্ট করে ভিকি জানান এই ১৭০ জন সদস্যের সঙ্গে কতটা উপভোগ করছেন সময়টা। 

710

আবার দুজনে সেলফিও তুলেছেন তাঁদের সঙ্গে।২ জুন মুক্তি পাবে ছবিটি। গল্পের পটভূমি ইন্দোর। ইন্দোরের এক মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে মেয়ের বিবাহিত জীবনের গল্প।

810

ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে ছবির গল্প। যা দেখে বোঝা যাচ্ছে, গল্পের কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত পরিবারের এক দম্পতি। তাঁদের দাম্পত্য জীবনের কাহিনি নিয়ে তৈরে ছবি। বিয়ের পর সব ঠিক ঠাক চলছিল। প্রেম ছিল দুজনের মধ্যে। কিন্তু, হঠাৎ বিপত্তি। বদলে যায় সম্পর্ক।

910

ধীরে ধীরে তিক্ত হয়ে যায় সম্পর্ক। দুজনে স্থির করে ডিভোর্স করবে। কোর্ট পর্যন্ত কেস গড়ায়। কিন্তু, ফের রং লাগে তাদের সম্পর্কে। সত্যিই ডিভোর্স হবে নাকি হবে উল্টোটা তা জানতে গেলে দেখতে হবে ‘যারা হাটকে জারা বাচকে’।

1010

কদিন আগে ঢোল বাজিয়ে ছবির প্রোমোশন করেন ভিকি। এই দিন ঢোলে তালে সারা ও ভিকিকে নাচতেও দেখা যায়। ২ জুন মুক্তি পাবে ‘যারা হাটকে জারা বাচকে’। ছবিটি যে কমেডি ছবি তা বলার অপেক্ষা রাখে না। কমেডি ঘরানারা এই ছবি দর্শক মনে কতটা ছাপ ফেলে এখন তারই অপেক্ষা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories