Deepika Padukone: সন্দীপ রেড্ডি-র ছবি থেকে বাদ পড়লেন দীপিকা, কারণ শুনলে অবাক হবেন

Published : May 23, 2025, 11:38 AM IST
deepika padukone debut year 2007 highest grossing films

সংক্ষিপ্ত

Entertainment News: অপেশাদার আচরণের কারণে সন্দীপ রেড্ডির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা। অতিরিক্ত পারিশ্রমিক, তেলুগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতি সহ একাধিক কারণে শাহরুখের বিপরীতে কাজের সুযোগ হারালেন তিনি।

Entertainment News: নিজের আচরণের কারণে সন্দীপ রেড্ডির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা। দীপিকার অপেশাদার আচরণে বেজায় চলেছেন পরিচালক। তিনি নাকি আট ঘন্টার বেশি শ্যুটিং করবেন না। তেমনই চাইছেন বড় অঙ্কের পারিশ্রমিক সঙ্গে ছবির লভ্যাংশের ভাগ চাইছেন নায়িকা। ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে কিন্তু  তেলুগু ভাষায় সংলাপ বলতে রাজি নন তিনি। - এই একগুচ্ছ কারণে ছবি থেকে বাদ গেলেন দীপিকা। তাও শাহরুখের বিপরীতে কাজের সুযোগ হারালেন তিনি।

২০২৩ সালে ফের বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে শাহরুখ খান অভিনীত ছবি। সে বছর তিনটি ছবি মুক্তি পেয়েছিল বাদশার। আর তার মধ্যে দুটি ছবি বক্স অফিসে হিট করে। সেই দুই ছবিতেই ছিলেন দীপিকা। ফলে বাদশার আসন্ন ছবি কিং-এ যে দীপিকা থাকবে তা আগে থেকেই বুঝে গিয়েছেন। তবে, এই কিং ছবি থেকে দীপিকাকে বাদ দিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা।

কবীর সিংহ, অ্যানিম্যাল-র মতো ছবি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যা হিট করলেও তা নিয়ে নানান কটুকথা শুনতে হয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গাকে। কেউ তাঁকে নারীবিদ্বেষী বলেছেন। তেমনই কেউ বলেছেন তাঁর ছবিতে মেয়েদের ছোট করা হয়। তাঁর ছবিতে কেবল নারীরা পুরুষের ছায়া সঙ্গী ও অত্যাচারিত। সে যাই হোক, এবার স্পিরিট ছবি পরিচালনা করবেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এই ছবিতেও অভিনয় করার কথা ছিল দীপিকার। প্রভাসের বিপরীতে দেখা যেত তাঁকে। কিন্তু, এই ছবি থেকেও দীপিকাকে বাদ দিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। কারণ নায়িকার সঙ্গে বনিবনা হচ্ছে না সন্দীপ রেড্ডি বঙ্গা। বড় অঙ্কের পারিশ্রমিক সঙ্গে ছবির লভ্যাংশের ভাগ চাইছেন নায়িকা। সঙ্গে কাজে সময় নিয়ে শুরু হয়েছে জটিলতা। 

সে যাই হোক, এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় অনেকে। দীপিকা ভক্তরা ভাবছেন, সত্যিই যদি পরিচালকের সঙ্গে দীপিকার এমন মনমানিল্য হয়ে থাকে, তাহলে শঙ্কায় দীপিকার কেরিয়ার। এভাবে একের পর এক ছবি থেকে বাদ যেতে শুরু করলে কেরিয়ারের সাফল্য হবে নিম্ন মুখী বলে মনে করছে অনেকেই। সে যাই হোক, আপাতত সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে যে নায়িকার বিবাদ চলছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এটি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। আপাতত নিজের আচরণের কারণে সন্দীপের ছবি থেকে বাদ পড়লেন নায়িকা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?