'ইক্কিস'-এর পোস্টার প্রকাশের দিনই না ফেরার দেশে ধর্মেন্দ্র, কবে মুক্তি পাবে হি-ম্যানের শেষ ছবি?

Published : Nov 24, 2025, 05:14 PM IST

Dharmendra Last Movie In Bollywood: ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ধর্মেন্দ্রর সিনেমা 'ইক্কিস'। তার আগেই না ফেরার দেশে বলিউডের হি-ম্যান। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ধর্মেন্দ্রর শেষ ছবির নাম কী?

আগামী মাসেই ৯০ বছরে পা দিতেন বলিউডের জনপ্রিয় তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই সকলকে কাঁদিয়ে ৮৯ বছরেই না ফেরার দেশে তিনি। আগামাী ডিসেম্বর মাসে শুধু তার জন্মদিনই ছিলো না। ওই একই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ধর্মেন্দ্র অভিনীত সিনেমা- ‘ইক্কিস’। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অগস্ত্য়া নন্দাও। কিন্তু ছবি মুক্তির আগেই বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। 

25
ইক্কিস মুক্তির আগেই প্রয়াত ধর্মেন্দ্র

ইক্কিস মুক্তির আগেই না ফেরার দেশে ধর্মেন্দ্র। এই ছবিতে ধর্মেন্দ্রকে দেখা যাবে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের বাবার ছবিতে। এই ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় দেখা যাবে তাকে হুইলচেয়ারে বসেই। মাডডক ফিল্মের প্রয়োজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। এবং ছবির চিত্রনাট্য লিখেছেন শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূরতি।  

35
ছবি মুক্তির অপেক্ষা

সূত্রের খবর, ধর্মেন্দ্র অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবিটি আর মাত্র ৩০ দিন পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় 'হি-ম্যান অফ বলিউড'কে শেষবারের মতো সিলভার স্ক্রিনে দেখতে পাওয়ার জন্য। এই ছবিটিতে ধর্মেন্দ্রকে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। তাঁর প্রকাশিত লুকটি থেকে আভাস পাওয়া যায় যে, গল্পে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে এই চরিত্রটি। যদিও ছবিটির নাম এবং অন্যান্য কাস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে এই লুক প্রকাশ হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে জল্পনা তুঙ্গে।

45
'ইক্কিস' ছবির পোস্টার প্রকাশ

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের বহু প্রতীক্ষিত শেষ ছবি 'ইক্কিস'-এর (Ikkis) নির্মাতারা সম্প্রতি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে প্রবীণ অভিনেতাকে এক গম্ভীর ও গভীর মেজাজে দেখা যাচ্ছে। এই লুকে ধর্মেন্দ্রকে দেখে তাঁর অসংখ্য অনুরাগী আবেগে ভেসে গিয়েছেন। ছবিটির নির্মাতারা পোস্টারটি শেয়ার করে এক হৃদয়স্পর্শী ক্যাপশন লিখেছেন, যা মুহূর্তেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে:

55
ভাইরাল ছবির ক্যাপশন

“বাবারা ছেলেদের লালন-পালন করেন, মহান মানুষরা দেশকে লালন-পালন করেন। ২১ বছর বয়সী অমর সৈনিকের পিতা হিসাবে ধর্মেন্দ্র জি এক আবেগিক শক্তির উৎস। এক চিরন্তন কিংবদন্তী আমাদের আরও এক কিংবদন্তীর গল্প শোনাচ্ছেন।” পোস্টারটি প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। এই মোশন পোস্টারে ধর্মেন্দ্রের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন: “এই বড় ছেলে অরুণ সবসময় ২১-এর-ই থাকবে।” 

জানা গিয়েছে, এই ছবিটি আগামী ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রয়াত অভিনেতার এই শেষ ছবি দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Read more Photos on
click me!

Recommended Stories