- Home
- Entertainment
- Bollywood
- কতদূর পড়াশোনা করেছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, এক ঝলকে দেখুন সানি-এশাদের শিক্ষাগত যোগ্যতা
কতদূর পড়াশোনা করেছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, এক ঝলকে দেখুন সানি-এশাদের শিক্ষাগত যোগ্যতা
Dharmendra education qualification: প্রয়াত বলিউডের হি-ম্যান। তার প্রয়াণের খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়া সহ সারাদেশে। কিন্তু জানেন কী বলিউডের এই হি-ম্যান ও তার পরিবারের শিক্ষাগত যোগ্যতা কতদূর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ধর্মেন্দ্রর ছেলে-মেয়ের শিক্ষাগত যোগ্যতা
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তাঁর চলে যাওয়া কেবল চলচ্চিত্র জগতেই নয়, তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্যও এক খারাপ খবর। ‘হি-ম্যান’ নামে পরিচিত এই তারকার প্রয়াণে গোটা বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মেন্দ্র কেবল একজন সুপারস্টার ছিলেন না, তিনি ছিলেন কঠোর পরিশ্রম, সারল্য এবং হৃদয়গ্রাহী স্বভাবের এক প্রতিচ্ছবি। এই কারণেই তিনি মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। তাঁর প্রয়াণের পর সকলেই তাঁর বর্ণময় কেরিয়ার, জীবন সংগ্রাম এবং চলচ্চিত্র জগতে তাঁর বিশাল অবদান স্মরণ করছেন। আসুন জেনে নিই ধর্মেন্দ্রর পড়াশোনা সম্পর্কে বিশদ তথ্য।
ধর্মেন্দ্রর পড়াশোনা কতদূর পর্যন্ত?
অভিনেতা তাঁর পড়াশোনা পাঞ্জাবে সম্পন্ন করেছিলেন। জানা যায়, তিনি কেবল দশম শ্রেণি পর্যন্তই পড়েছিলেন। বলিউড অভিনেতা ধর্মেন্দ্র-র (Dharmendra) অভিনয় জীবন আর তাঁর ব্যক্তিগত সংগ্রাম অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে তিনি স্কুলজীবনে দশম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছিলেন। শিক্ষাজীবনে ছেদ পড়লেও, তাঁর মন কিন্তু প্রথম থেকেই ঝুঁকেছিল রূপোলি পর্দার দিকে। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি তাঁর এমন গভীর আগ্রহ ও উন্মাদনা ছিল যে, পরবর্তীকালে তিনি পড়াশোনাকে ছাপিয়ে সিনেমাকেই নিজের জগৎ হিসেবে বেছে নেন। আর এই তীব্র প্যাশন ও অনমনীয়তাই তাঁকে পরবর্তীতে বলিউডের একজন কিংবদন্তী সুপারস্টারে পরিণত করে।
ধর্মেন্দ্রর স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কত পর্যন্ত?
হি-ম্যানের স্ত্রী হলেন বলিউড 'ড্রিম গার্ল' হেমা মালিনী। তিনি বর্তমানে বিজেপি সাংসদও বটে। তবে ধর্মেন্দ্রর মতোই হেমাও বেশিদূর পর্যন্ত পড়াশোনা করতে পারেননি। বলিউড অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) কেবল তাঁর অভিনয়ের জন্যই নন, বরং ধ্রুপদী নৃত্যের জগতে তাঁর দক্ষতার জন্যও বিশেষভাবে পরিচিত। তিনি দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছিলেন। তবে শিক্ষার পাশাপাশি, ধ্রুপদী নৃত্যের জগতেই তাঁর প্রকৃত পরিচিতি তৈরি হয়। তিনি ভরতনাট্যম, কুচিপুড়ি এবং ওডিসি—এই তিনটি গুরুত্বপূর্ণ নৃত্যের শৈলীতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। আর এই অনবদ্য নৃত্যকলাই তাঁকে বলিউডের চিরন্তন 'ড্রিম গার্ল'-এর (Dream Girl) তকমা এনে দেয়।
ধর্মেন্দ্র ছেলে সানি দেওলের পড়াশোনা
মুম্বইয়ের রমনিরঞ্জন আনন্দীলাল পোদ্দার কলেজ থেকে কমার্স এবং ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল। ১৯৮৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'বেতাব', যা তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এই ছবির পর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি, বলিউডে শুরু হয় তাঁর জয়যাত্রা।
ববি দেওলের পড়াশোনা
ববি দেওলের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল মুম্বইয়ের জমনাভাই নরসি স্কুল থেকে। এরপর তিনি পড়াশোনার জন্য রাজস্থানের বিখ্যাত মেয়ো কলেজ, আজমীর-এ যান। সেখানে পড়াশোনা শেষ করে তিনি মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বরসাত’ দিয়ে তাঁর বলিউডে অভিষেক হয় এবং তিনিও তাঁর বড় ভাই সানি দেওলের মতোই খুব দ্রুত দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেন।
করণ দেওল
বলিউডে সানি-পুত্রের পা রাখা। সানি দেওলের পুত্র করণ দেওল ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর স্কুল এবং কলেজ জীবনের পড়াশোনা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে নেই, তবে জানা গিয়েছে, তিনি বলিউডে প্রবেশের আগে অভিনয়ের পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও ববি দেওলের পুত্র রাজবীর দেওল বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। এর পাশাপাশি তিনি ছবিতে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এবং প্রায়শই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। অভয় দেওল তাঁর প্রাথমিক শিক্ষা লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (CMS) থেকে সম্পন্ন করেন। তাঁর কলেজ জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে না থাকলেও, অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে তিনি ফিল্ম জগতে প্রবেশ করেন এবং ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে নিজের জন্য একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন।
ইশা দেওল
বলিউডের তারকা দম্পতি ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা ইশা দেওলের শিক্ষাজীবন বেশ নজরকাড়া। অভিনয় জগতে প্রবেশ করার আগে, তিনি উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। অভিনেত্রী ইশা দেওল মুম্বইয়ের জমনা বাঈ নার্সী স্কুলের ছাত্রী ছিলেন। স্কুল জীবন শেষে তিনি পাড়ি দেন বিদেশে। সেখানে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি 'মাস্টার্স ইন মিডিয়া আর্টস অ্যান্ড কম্পিউটার টেকনোলজি' বিষয়ে ডিগ্রি লাভ করেন। শিক্ষা এবং অভিনয়ের পাশাপাশি, ইশা তাঁর মায়ের মতোই একজন দক্ষ ক্লাসিক্যাল ড্যান্সার বা শাস্ত্রীয় নৃত্যের শিল্পী।

