ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট দেখে ফেলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। সূত্র থেকে জানা গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে কারা নিমন্তিত থাকবেন, সেই তালিকাও নাকি ফাইনাল হয়ে গিয়েছে। বলিউডের সহ অভিনেতারা, সিনেমা, নির্মাতারা তো উপস্থিত থাকবেন পাশাপাশি করণ জোহর এবং অশ্বিনী ইয়ার্দি সহ বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রকুলপ্রীতও উপস্থিত থাকছেন।