যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে নাম জড়িয়েছে উরফি জাভেদের। বারংবার লাইমলাইটে থাকতেই বিতর্কিত পোশাকে শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি, তেমনটাই মত নেটিজেনদের।
710
উরফির এই হট লুক নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে ।উদ্ভট এই পোশাক নিয়ে চরম ট্রোলের মুখে পড়েছেন উরফি। পাশাপাশি ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য এবং নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
810
নেটিজেনরা বলছেন, 'এইটুকু পোশাক গায়ে রাখারই বা কি দরকার ছিল', কেউ আবার উরফিকে দেখে 'হায় গরমি' বলেও মন্তব্য করেছেন। তবে সমালোচনাকে যে তিনি মোটেই পাত্তা দেন না। তা আবারও বুঝিয়ে দিয়েছেন।
910
বিগ বস ওটিটির পর থেকেই জনপ্রিয় হয়েছেন উরফি জাভেদ। বাড়ির বাইরে পা রাখতেই যেন চর্চায় উঠে আসেন উরফি। তার রূপের ছটায় ও যৌবনেই ঘুম উড়েছে হাজারো পুরুষদের। নেটিজেনদের মতে, দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি বারংবার এমনটা করছেন।
1010
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি দাবি করেছেন, তিনি মুসলিম বলেই তার পোশাক নিয়ে এত সমালোচনা হয়। কিন্তু সব অভিনেতারাই পোশাক পরেন দৃষ্টি আকর্ষণের জন্য। উরফি আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় অনেক বাধা-নিষেধ ছিল কিন্তু এখন তিনি নিজের সিদ্ধান্ত নিজে নেন তাই কারও বাধা নিষেধ শুনতে রাজি নন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।