ক্রমে দানা বাঁধছে রহস্য। কৃতি ও ওম রাউতের একটি ভুলের মাশুল গুনতে হচ্ছে পুরো টিমকে। সামনেই আদিপুরুষ ছবির মুক্তি তার আগে বড় বিতর্কে ছবির পরিচালক ও অভিনেত্রী।
ছবির প্রোমোশনের কাজে তিরুপতি গিয়েছেন ছবির টিম। সেখানে ৬ জুন অনুষ্ঠিত হয় প্রি রিলিজ ইভেন্ট। এই ইভেন্টে ছবির ফাইনাল ট্রেলার লঞ্চ হয়। এরপর একদিন ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেখানে মন্দির চত্বরে কৃতির সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় কৃতিকে আলিঙ্গন করেন ও বন্ধুত্বপূর্ণ চুম্বন করেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালক ওম রাউত।
210
এতেই ঘটল বিপত্তি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। তারপরই হৈচৈ শুরু হয়। শুরু হয় সমালোচনা। মন্দির চত্বকে নায়িকাকে চুম্বন করায় সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষের শিকার হতে হয় ‘আদিপুরুষ’ পরিচালককে। নানান লোকে কটুক্তি করেন।
310
বিজেপি নেতা রমেশ নাইডু লেখেন, ‘তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রকাশ্যে চুম্বন ও আলিঙ্গন একেবারে অনুচিত কাজ হয়েছে। ধর্মীয় স্থানে এ ধরনের অসম্মানজনক কাজ বরদাস্ত করা যায় না।’ এই টুইট প্রকাশ্যে আসার পর নানান ব্যক্তি নানান মন্তব্য করেন। এই সকল মন্তব্যের মধ্যে নজর কাড়ে দীপিকা চিখিলার প্রতিক্রিয়া।
410
একসময় সীতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন দীপিকা চিখিলা। তিনি রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ-এ সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই প্রাক্তন সীতার মন্তব্য নজর কাড়ল সকলে। বর্তমান সীতার আচরণের সমালোচনা করলেন প্রাক্তন সীতা। মন্দির চত্বরে প্রকাশ্যে চুম্বনের ঘটনায় ঘোর নিন্দা করেন তিনি।
510
এই টুইটে প্রতিক্রিয় জানান দীপিকা চিখিলা। তিনি বলেন, ‘এখনকার দিনে কলাকুশলী না বোঝে চরিত্র, না বোঝে চরিত্রের আবেগ। সিনেমা শেষ হয়ে গেলে তারা আবার পরেরটায় মন দেয়।’ এভাবে মন্তব্য করেন দীপিকা চিখিলা। নিন্দা করেন কৃতি ও ওম রাউতের আচরণে।
610
তিনি বলেন, ‘এই প্রজন্মের কাছে সব কিছুই লঘু। জড়িয়ে ধরা ও চুমু খাওয়া খুব মিষ্টি একটা ব্যাপার। কিন্তু, আমাদের সময় পরিস্থিতি আলাদা ছিল। মানুষ এসে পা ছুঁয়ে যেত। আমাদের নিছক অভিনেতা হিসেবে দেখত না কেউ। ঈশ্বরের আসনে বসাত। সেখানে চুম্বন কিংবা আলিঙ্গনের স্পর্ধাই হয় না।’
710
মন্দিরের প্রধান পুরোহিত বলেন, এটি একটি নিন্দনীয় কাজ। একজন স্বামী-স্ত্রীও সেখানে একসঙ্গে যান না। আপনি হোটেলের ঘরে গিয়ে এটি করতে পারেন। আপনার আচরণ রাময়ণ ও দেবী সীতাকে আপমান করার মতো।
810
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, মন্দির থেকে বেরিয়ে আসার পর বিদায় জানানোর আগে ওম রাউত কৃতির গালে একটি বন্ধুত্বপূর্ণ চুম্বন করেছিলেন। এই ছবি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য তৈরি হয় নেটিজেনের মধ্যে। সকলেই সমালোচনা করেছেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালকের।
910
১৬ মুক্তি মুক্তি পাবে প্রভাস ও কৃতি অভিনীত ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এই ছবি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি। টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে।
1010
৫০০ কোটি বাজেটের এই ছবি বহুদিন ধরে রয়েছে খবরে। ছবিতে প্রভাব, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।