
সত্যিই কি ঘর ভেঙেছে ঐশ্বর্যা ও অভিষেকের? এই গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। বিভিন্ন রকম অনলাইন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর। কিন্তু কোনটা আসল সত্যি তা এখনও সকলের সামনে আসেনি।
এরমধ্যেই অভিষেক বচ্চন ও নিমরত কৌরের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। ছড়িয়ে পড়েছে একাধিক মিম। একাধিক বিতর্ক কিন্তু এ প্রসঙ্গে যেন মুখে কুলুর এঁটে রেখেছে বচ্চন পরিবার। উল্লেখ্য 'দশভি পাস' ছবিতে নিমরত কৌরের সঙ্গে এক পর্দায় দেখা যায় অভিষেককে। তবে এবার অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা নিখিল দ্বিবেদী। উনি বললেন "অভি-অ্যাশ আলাদা হতেই পারেন না!"
কীভাবে এত জোড় দিয়ে এই দাবি করলেন নিখিল?
নিখিল জানিয়েছেন কাজের জন্য একসঙ্গে দু'জনকে দেখেছেন পরিচালক। তাঁর সেই তিনি জানিয়েছেন,"আজীবন এঁরা একে অন্যের হয়েই কাটাবেন।"
পরিচালক জানিয়েছেন, "যখন অভি-অ্যাশ এক সঙ্গে এক ছবিতে অভিনয় করতেন তখন সারা ক্ষণ এক সঙ্গে থাকতেন। কাজের ফাঁকে আড্ডা, খুনসুটিতেই মেতে থাকতেন। কখনও মুখ ভার করে পরস্পরের থেকে মুখ ফিরিয়ে থাকতেন না। এবং তাঁদের সেই এক সঙ্গে কাটানো মুহূর্ত সাক্ষী, উভয়েই উভয়কে মন থেকে ভালবাসেন। নিন্দুকেরা যা খুশি বলুক,আমি মানি না"।
আবার অন্যদিকে কানাঘুঁষো শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এক পর্দায় দেখা যাবে অভিষেক ঐশ্বর্যাকে তাহলে কি ছবির স্বার্থেই এই জল্পনা মুখ বুঝে সহ্য করছেন এই দম্পতি? এমনও গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়
তাঁর বিশ্বাস সময়ে তিনিই যে সত্যি, প্রমাণিত হবেন। শোনা যাচ্ছে খুব শিগগিরিই নাকি ফের জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন অভি-অ্যাশ। এক সেটে এক সঙ্গে কাজের সূত্রেই কি অবশেষে চর্চিত দূরত্ব মুছবে? বলিউড আপাতত সব সম্ভাবনা সময়ের হাতে ছেড়ে দিয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।