ব্রেকআপের পর নতুন প্রেমে পড়লেন? মালাইকা আরোরার টি-শার্ট নজর কাড়ল নেট জনতার

Published : Nov 15, 2024, 09:28 PM IST
ব্রেকআপের পর নতুন প্রেমে পড়লেন? মালাইকা আরোরার টি-শার্ট নজর কাড়ল নেট জনতার

সংক্ষিপ্ত

অর্জুন কাপুরের সাথে ব্রেকআপের পর অভিনেত্রী মালাইকা আরোরার টি-শার্টের লেখা নিয়ে নেটিজেনদের নজর কেড়েছে। কী লেখা ছিল টি-শার্টে?  

​ বলিউডে বর্তমানে আলোচনার অন্যতম বিষয় হলো অভিনেতা-অভিনেত্রী মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের ব্রেকআপ। দশক ধরে সম্পর্কে থাকা এই তারকা জুটির বিচ্ছেদ এখন নিশ্চিত। অর্জুন কাপুর ইতিমধ্যেই নিজেকে সিঙ্গেল বলে ঘোষণা করেছেন। নিজের থেকে দশ বছরের বড় মালাইকার সাথে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর অর্জুনও ব্রেকআপের কথা স্বীকার করেছেন। মালাইকাও বিভিন্নভাবে নিজের একাকীত্বের ইঙ্গিত দিয়েছেন। ৫০ বছর বয়সেও মোহময়ী পোশাকে তিনি ভক্তদের মন জয় করে চলেছেন। এই কারণেই তিনি 'হট লেডি' হিসেবে পরিচিত। অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক এবং ব্রেকআপ নিয়ে আলোচনা সবসময়ই চলে। 

এর আগেও তাদের ব্রেকআপের গুঞ্জন উঠেছিল। পরে তারা একসাথে ঘোরাফেরাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদই হলো। যাই হোক, ৫০ বছর বয়সী মালাইকা এবং অর্জুন কাপুরের খবর সিনেমাপ্রেমীদের কাছে সবসময়ই আকর্ষণীয়। নিজের শারীরিক সৌন্দর্য প্রকাশ করার মাধ্যমেই খ্যাতি অর্জন করেছেন মালাইকা। এই বয়সেও তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন। মাঝেমধ্যে পুরোপুরি ঢেকে পোশাক পরলেও ট্রোলের শিকার হন, এর থেকেই বোঝা যায় ভক্তরা তার পোশাক-আশাকের ধরণের সাথে কতটা অভ্যস্ত।  

এখন একা থাকায় মালাইকা বারবার নিজের একাকীত্বের কথা জানান দিচ্ছেন। এবার টি-শার্টেও সেই একই কথাই লিখেছেন। 'আমি একজন একঘেয়ে বেবি। টাকা রোজগার করা এবং বাড়ি ফেরা ছাড়া আর কিছুই করি না'। ইতিমধ্যেই মদ্যপান ত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু টি-শার্টের এই লেখা ভাইরাল হওয়ার পাশাপাশি ট্রোলেরও কারণ হয়েছে। দশ বছরের ছোট কারো সাথে সম্পর্কের পর এবার আরও কত ছোট কারো সন্ধান করছেন, এমন প্রশ্ন নেটিজেনদের। বিরক্ত হলে কি এভাবে প্রকাশ করতে হয়? এটা কি তৃতীয় বিবাহের প্রস্তাব, এমন প্রশ্নও উঠেছে।

সম্প্রতি অর্জুন কাপুর তার গুরুতর অসুস্থতার কথা প্রকাশ করেছেন। 'হলিউড রিপোর্টার ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাশিমোটো নামক একটি রোগে আক্রান্ত বলে জানান, যা একধরনের থাইরয়েড জনিত সমস্যা। এই রোগে ওজন বৃদ্ধি পায়। এই কারণে তার শরীর অনেক কষ্ট পায় বলে জানান তিনি। ৩০ বছর বয়সে এই রোগ ধরা পড়ে। তার মা মোনা কাপুর এবং বোন অংশুলা কাপুরও এই রোগে আক্রান্ত বলে জানান তিনি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?