যমজ গর্ভাবস্থার লক্ষণ দীপিকার, রণবীর তড়িঘড়ি মুম্বই ফিরতেই জল্পনা তুঙ্গে, ধোঁয়াশায় ভক্তরা

সূত্রের খবর বলছে ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার কথা দীপিকার। তার আগেই জল্পনা দীপিকা-রণবীরের হবু সন্তান ঘিরে।

Sayanita Chakraborty | Published : Sep 5, 2024 1:49 PM
110

কদিন আগেই প্রকাশ্যে এসেছে দীপিকার মেটারনিটি ফোটোশ্যুটের ছবি। সাদা কালো একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা। তাঁর সঙ্গে দেখা মিলেছে রণবীর সিং-রও। এরপরই শুরু জল্পনার। 

210

খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন দীপিকা। জানা গিয়েছে, চলতি মাসেই মা হবেন তিনি। সূত্রের খবর ২৮ সেপ্টেম্বর নাগাদ হাসপাতালে ভর্তি হবেন দীপু। অর্থাৎ চলতি মাসের শেষ দিকে নতুন সদস্য আসছে দীপিকা-রণবীরের পরিবারে।

310

সদস্য সংখ্যা কত তা নিয়ে শুরু জল্পনার। দীপিকার ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই মন্তব্য় করেছেন এক নয় যমজ সন্তান আছে নায়িকার গর্ভে। একাধিক ভক্ত এমন দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি তারকা যুগল।   

410

তবে এই প্রথম না। মা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকে দীপিকাকে ঘিরে চলছে জল্পনা। অনেকেই দাবি করেন নায়িকা নাকি সারোগেসি করাচ্ছেন আর আর্টিফিসিয়াল বেবি বাম্প পরে সকলকে ধোঁকা দিচ্ছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা যায় এটা শুধুই গুজব। দীপিকার গর্ভে সন্তান আছে।

510

সে যাই হোক, এবার জল্পনা তাঁর যমজ সন্তান নিয়ে। ছবি পোস্ট করার পর এক ভক্ত লেখেন, ‘দেখে মনে হচ্ছে দুজন আসছে’। অন্য এক ভক্ত লেখেন, ‘আমার মনে হচ্ছে তাদের শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে।’ 

610

তেমনই আরও অনেক ভক্ত নানান মন্তব্য করে। এরই মাঝে রণবীর সিং-র এক আচরণ চর্চায় আনল এই দম্পতিকে।

710

সদ্য মুম্বই এয়ারপোর্টে দেখা গেল রণবীরকে। তিনি কাজ থেকে তড়িঘড়ি ফিরে এলেন মুম্বই। এদিয়ে জানা গিয়েছে, চলতি মাসের শেষে মা হবেন দীপু। কিন্তু, রণবীরের এহেন ফিরে আসা দেখে অনেকেই মনে করছে আর অত দেরি নেই। হয়তো কদিনের মধ্যেই সুখবর দেবেন দীপিকা-রণবীর।

810

সন্তানকে আপ্যায়ন করার সমস্ত প্রস্তুতি তারা সেরেই ফেলেছে। শোনা গিয়েছে, সন্তানের জন্য ১০০ কোটির বাংলো কিনেছেন দীপিকা-রণবীর। তাও মন্নতের পাশেই কিনেছেন এই বাংলো।

910

শোনা যাচ্ছে, খুঁদেকে নিয়ে গৃহপ্রবেশ করবেন তাঁরা। আপাতত চলছে খুঁদের জন্য ঘর গোছানোর কাজ। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই আছেন দীপিকা। রণবীরও এসে পৌঁছেছেন মুম্বই। এই সময়টা একসঙ্গে দুজনে সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। 

1010

চলতি বছরের শুরুর দিকেই দীপিকা ভক্তদের এই সুখবর দেন। দেখতে দেখতে পার হয়ে গিয়েছে বেশ কয়েক মাস। এবার নতুন অতিথিতে স্বাগত জানানোর পালা। তবে, অতিথি এক নাকি দুই তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে সকলের মনে। যার সঠিক উত্তর মিলবে চলতি মাসেই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos