রইল কেবিসি-র ১০টি সব থেকে কঠিন প্রশ্ন, দেখে নিন কয়টির উত্তর জানা আছে আপনার
ব্যক্তির জ্ঞানের যাচাই করা হয় কউন বনেগা ক্রোড়পতি শো-তে। অমিতাভ বচ্চনের এই শো-র ১১ সিজিনে তিনজন ক্রোড়পতি-কে দেখা গিয়েছে। তাঁরা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে জয় লাভ করেছেন। আজ রইল শো-র সবচেয়ে কঠিন ১০টি প্রশ্নের কথা।
সিজনের তৃতীয় কোটিপতি হন গৌতম কুমার ঝা। সঠিক উত্তর দিয়ে সাত কোটি পেয়েছেন। তাঁরা প্রশ্ন করা হয়েছিল, ডরবান, প্রিটোরিয়া এবং জোহানেসবার্গে ২০ শতকের গুরুতে মহাত্মা গান্ধীর সাহায্যে যে তিনটি ফুটবল ক্লাব স্থাপিক হয়েছিল তাঁর নাম কী। সঠিক উত্তর হল প্যাসিভ রেজিস্টার।
ববিতা তাদে- ৭ কোটির প্রশ্ন
কেবিসি ১১-র দ্বিতীয় কোটিপতি হন ববিতা দে। তিনি ১৬ তম প্রশ্নে খেলা ছেড়ে দেন। কারণ ঝুঁকি নিতে চাননি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল- এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের সর্বাধিক সংখ্যর রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি হয়েছে। অপশন ছিল- রাজস্থান, বিহার, পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর বিহার।
সনোজ রাজ- ৭ কোটির প্রশ্ন
সনোজ সিজনের প্রথম কোটিপতি ছিলেন। ৭ কোটির প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয়- অস্ট্রেলীয় কিংবদন্তি ডন ব্র্যাডম্যান তার ১০০ তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি করার সময় ভারতীয় বোলার কে ছিল? অপশন ছিল- বাকা জিলানি, কমান্ডুর রঙ্গাচারি, গোগুমল কিষেণচাঁদ এবং কানওয়ার রাই সিং। উত্তর গোগুমল কিষেণচাঁদ।
উষা যাদব- ৫০ লাখের প্রশ্ন
উষা যাদবকে ৫০ লক্ষ টাকার প্রশ্ন বিসেবে জিজ্ঞেস করা হয়, পৌরাণিক কাহিনীতে হিরণ্যকশিপুর স্ত্রী এবং প্রহ্লাদের মায়ের নাম কী ছিল? অপশন ছিল কপিঞ্জলা, কায়ুধ, কমলাক্ষী এবং কৌশিকী। সঠিক উত্ত কায়ুধ।
দিব্য আদলাখা- ৫০ লাখের প্রশ্ন
কেবিসি-১১ তে হাজির হন দিব্য আদলাখা। ২৫ লক্ষ টাকা জিতে ছিলেন দিব্য আদলাখা। তাঁকে ৫০ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- রৌজা-ই-মুনাওওয়ারা নামে কোন মুঘল কাঠামো পরিচিত ছিল? অপশন ছিল- শালিমার বার্গ, চিনি কা রওজা, হুমায়ুনের সমাধি এবং তাজমহল। সঠিক উত্তর তাজমহল।
সঙ্গীতা কুমারী- ২৫ লক্ষ টাকার প্রশ্ন
তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- এই বিজ্ঞানীদের মধ্যে কোনটির নামকরণ করা পর্যায় সারণিতে রাসায়নিক উপাদান নেই? অপশন ছিল- আলবার্ট আইনস্টাইন, আলফ্রেড নোবেল, টমাস এডিসন, এনরিকো ফার্মি। সঠিক উত্তর টমাস এডিসন।
নিমিতা রাউত- ২৫ লাখের প্রশ্ন
কেবিসি ১১-তে এসে ১২,৫০,০০০ টাকা জিতেছিলেন নিমিতা। তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- কোন বিভাগে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন ছিল রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি এবং অর্থনীতি। সঠিক উত্তর অর্থনীতি।
অখিলেশ কুমার- ২৫ লাখের প্রশ্ন
১২,৫০,০০০ টাকা নিয়ে যান অখিলেশ কুমাপ। তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- কোন ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তিত্বের নামানুসারে শ্রীলঙ্কা তার প্রথম স্যাটেলাইটের নামকরণ করেছে? অপশন ছিল- কুবের, বুদ্ধ, বিভীষণ, রাবণ। সঠিক উত্তর রাবণ।
মাধুরী অসতি- ২৫ লক্ষ টাকার প্রশ্ন
কেবিসি-তে তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর প্রথম ভারতীয় ডিরেক্টর কে ছিলেন? অপশন ছিল- দোরাবজি টাটা, সিভি রমন, হোমি জাহাঙ্গীর ভাভা এবং সতীশ ধাওয়ান। সঠির উত্তর সিভি রমন।
সানি প্রজাপতি- ২৫ লক্ষ টাকার প্রশ্ন
তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- রাজ্যসভার কোন ডেপুটি চেয়ারম্যান ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন? অপশন ছিল- বরাহগিরি ভেঙ্কাটা গিরি, প্রতিভা পাতিল, জাকির হুসের, শঙ্কর দয়াল শর্মা। উত্তর- প্রতিভা পাতিল।