অখিলেশ কুমার- ২৫ লাখের প্রশ্ন
১২,৫০,০০০ টাকা নিয়ে যান অখিলেশ কুমাপ। তাঁকে ২৫ লক্ষ টাকার প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়- কোন ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তিত্বের নামানুসারে শ্রীলঙ্কা তার প্রথম স্যাটেলাইটের নামকরণ করেছে? অপশন ছিল- কুবের, বুদ্ধ, বিভীষণ, রাবণ। সঠিক উত্তর রাবণ।