'গুলজার দিয়ে শুরু হল দিন', রবিবাসরীয়র সকালে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন শিল্পী শান

Published : Jul 02, 2023, 09:27 AM IST
shaan

সংক্ষিপ্ত

রবিবার সকালে বিমানের কামড়ায় একসঙ্গে যাত্রা করছিলেন তাঁরা। ঠিক কী কাজে কোথায় যাচ্ছিলেন সে বিষয় অবশ্য কিছুই জানানি শান।

'গুলজার' দিয়েই দিনে শুরু। রবিবাসরীয়র সকালে ছবি পোস্ট করলেন সঙ্গীত শিল্পী শান। রবিবার সকালে গুলজার সাহেব, বিশাল ভারদ্দোয়াজ ও রেখাজির সঙ্গে সাক্ষাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সঙ্গীত শিল্পী। সেই সঙ্গেই এই সাক্ষাতের মুগ্ধতার কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শান। রবিবার সকালে বিমানের কামড়ায় একসঙ্গে যাত্রা করছিলেন তাঁরা। ঠিক কী কাজে কোথায় যাচ্ছিলেন সে বিষয় অবশ্য কিছুই জানানি শান।

রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে শান লেখেন,'একবারে অন্যরকরম ভাবে শুরু হওয়া একটা দিন। গুলজার সাহেবের চার্ম এবং উপস্থিতি এক অদ্ভুত শক্তি দেয়। সেই সঙ্গে বিশাল ভারদ্দোয়াজ ও রেখাজির সঙ্গে সাক্ষাৎ বরাবরই আনন্দের।'

প্রসঙ্গত, সম্প্রতিই প্রকাশ্যে এসেছে শানের নতুন গানের খবর। বিক্রম ঘোষ অ্যান্ড ইটারনাল সাউন্ডস পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে আসছে নতুন গান। বাংলার এই নতুন গানে ফিরে আসছে নতুন নস্টালজিয়া। বাংলা পয়লা বৈশাখ ও দুর্গাপুজোর সময় বাংলা সঙ্গীর জগতের ভাড়ার পূর্ণ করতে নতুন নতুন গান আসে। এবারও হল না তার অন্যথা। এবছর নববর্ষে উস্তাদ বিক্রম ঘোষ ও তার নতুন মিউজিক এন্টারপ্রাইজ ইটারনাল সাউন্ডস একট শান ও মহালক্ষ্মী আইয়ারের গান প্রকাশ করল। গানটির নাম ‘যে তোমার চোখের নেশায়’। প্রকাশ্যে এল গানের কিছু দৃশ্য।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত