
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটে যাওয়া নতুন কিছু নয়। এবার তেমনই এক ভুয়ো খবরে বুধবার সারাদিন তোলপাড় হল বিনোদন জগৎ। বলিউডে আইটেম নাম্বারের জন্য বিখ্যাত নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে রটে গিয়েছিল। সুফিয়ান খান নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্টেই নোরার মৃত্যুর গুজব রটে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিয়েছেন। মাটি থেকে অনেক উঁচুতে উঠে যাওয়ার পর দুর্ঘটনাবশত তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত এই ভিডিও দেখেছেন প্রায় দু'কোটি মানষ। সুফিয়ান দাবি করেন, ভিডিওতে যাঁকে অনেক উঁচু থেকে পড়ে যেতে দেখা যাচ্ছে, তিনি নোরা। কিন্তু এই ভিডিও দেখার পর অনেকেই দাবি করতে থাকেন, এই ভিডিও ভুয়ো। কারসাজি করা হয়েছে। ভুয়ো খবর ছড়ানোর অনেকেই সুফিয়ানকে গালমন্দ করতে থাকেন।
বারবার ভুয়ো খবর ছড়ায় সুফিয়ান
সুফিয়ান নামে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর আগেও একাধিকবার ভুয়ো খবর ছড়িয়েছে। একবার এক শৈলশহরে স্কি করার ভিডিও শেয়ার করে সুফিয়ান দাবি করেছিল, বলিউড বাদশা শাহরুখ খান স্কি করছেন। পরে জানা গিয়েছিল, শাহরুখের স্কি করার খবর ভুয়ো। নিয়মিত নানা ভিডিও শেয়ার করে সুফিয়ান। তবে বেশিরভাগ ভিডিওই তার নিজের নয়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অন্যদের ভিডিও শেয়ার করে সুফিয়ান। তার শেয়ার করা ভিডিও এর আগেও ভাইরাল হয়েছে। ২০২১ সালের মে মাসে এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে আকাশ থেকে তোলা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিও দেখেন ৫০ লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এবার ফের ভুয়ো খবর ছড়াল সুফিয়ান।
অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন নোরার
বুধবারই নোরার নতুন নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন নোরা। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুরাগীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Entertainment: 'কঞ্চনা ৪'-এর শুটিং শুরু, রয়েছেন পূজা ও নোরা আর কে কে
Nora Fatehi: বাড়ছে বিপদ, জ্যাকলিনের নামে করা মানহানি মামলার জবানবন্দি রেকর্ড করলেন নোরা ফতেহি