Don 3: 'ডন ৩' ছবিতে কেন শাহরুখ খানের বদলে নেওয়া হল রণবীর সিং-কে? স্পষ্ট করে জানালেন ফারহান আখতার

Published : Sep 23, 2023, 05:41 PM IST
Don 3 Ranveer Singh replaces Shah Rukh Khan

সংক্ষিপ্ত

‘ডন’ ও ‘ডন ২’-এর বাণিজ্যিক সাফল্যের পরেও শাহরুখ খানকে কেন এই চরিত্রে রাখলেন না ফারহান আখতার, সেই নিয়ে বেঁধেছে জল্পনা।

২০০৬ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ‘ডন’। তার পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। দুটি ছবিই পরিচালক ফারহান আখতারের অন্যতম সফল ছবি। ২০২৩ সালে তিনি নিয়ে আসতে চলেছেন ‘ডন ৩’। এবছর আর ‘ডন’-এর চরিত্রে ফিরছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। 

‘ডন ৩’ ছবিতে ডন চরিত্রে আসতে চলেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর সিং। এই চরিত্রে তাঁকে কেমন দেখতে লাগবে, সেই লুক প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই । ‘ডন’ ও ‘ডন ২’-এর বাণিজ্যিক সাফল্যের পরেও শাহরুখ খানকে কেন এই চরিত্রে রাখলেন না পরিচালক ফারহান আখতার, সেই নিয়ে বেঁধেছে জল্পনা। 

একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ডন ৩’ ছবির জন্য প্রাথমিক ভাবে শাহরুখ ছাড়া অন্য কাউকে ভাবা হয়নি। তিনি বলেন, ‘‘নিজে থেকে ছবিতে অভিনেতা বদলের অধিকার আমার নেই। আমি যে ভাবে ‘ডন ৩’-এর গল্পটা ভেবেছিলাম, শাহরুখের সঙ্গে তা নিয়ে সৃজনশীল দিক থেকে খানিকটা মতবিভেদ সৃষ্টি হয়। কিছুতেই আমরা দুজন মধ্যস্থতায় আসতে পারছিলাম না।" এই মতপার্থক্যের জন্যই শাহরুখ খানকে বাদ দিয়ে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং-কে চূড়ান্ত করেছেন ফারহান। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে