২৭ বছরের ছোট মেয়ের বয়সী ফতিমাকে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির, সাতপাকে বাঁধা পড়ছেন কবে?

Published : Dec 07, 2022, 10:18 AM IST

অসম বয়সী প্রেম নিয়ে চর্চার শেষ নেই বলিপাড়ায়। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা হাতে-কলমে প্রমাণ দিচ্ছেন তারকারা। এবার ২৭ বছরের ছোট ফতিমার সঙ্গে আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। নয়া পোস্ট ঘিরেই জল্পনা তুঙ্গে।

PREV
111


বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ নিয়ে শিরোনামে রয়েছেন আমির খান। এবারও  ২৭ বছরের ছোট ফতিমার সঙ্গে আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়।
 

211


'দঙ্গল' ছবিরে শুটিংয়ের সময় থেকেই হাঁটুর বয়সী মেয়ে ফতিমার প্রেমে পড়েন আমির খান। তখন থেকেই গুঞ্জনের সূত্রপাত। শুধু তাই নয়, এই কারণেই নাকি দ্বিতীয় বিয়ের ইতি টেনেছেন আমির খান। যা নিয়ে আলোচনা, বিতর্ক কম হয়নি।

311

চলতি বছরে দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্তের খবরে সকলকে অবাক করে দিয়েছিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। গত জুলাই মাসের শুরুতেই এক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিলেন বিবাহবিচ্ছেদের কথা। কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্যেই ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।

411

দঙ্গল গার্ল ফতিমার জন্যই নাকি ঘর ভেঙেছে আমির-কিরণের। একটা সময়ে আমির ও ফতিমার বিয়ের খবরেও উত্তাল হয়েছিল সোশ্যাল  মিডিয়া। যদিও সম্পর্ক নিয়ে স্পিকটি নট আমির ও ফতিমা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে,  আমির খানের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ফতিমা সানা শেখ।
 

511

সম্প্রতি ফতিমার নয়া পোস্টে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন খুব শীঘ্রই তৃতীয় বিয়েটাও সেরে ফেলবেন আমির খান। ছবির ক্যাপশন দেখেই প্রশ্ন উঠেছে যে আমিরের সঙ্গেই তৃতীয় বিয়েটা সেরে ফেলতে চাইছেন ফতিমা।
 

611

বিয়ের মরশুমে একাধিক তারকার গাটছড়া খবর প্রকাশ্যে আসছে। তবে কি সেই তালিকায় রয়েছেন ফতিমা সানা শেখ। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন ফতিমা। যা ভাইরাল হতে না হতেই বিয়ের জল্পনা শুরু হয়ে গেছে।
 

711

  কী এমন পোস্ট করলেন ফতিমা যে ফের আমিরের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জন উস্কে দিল। সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না’, সেটাই আসল প্রশ্ন। 

811

ফতিমার এই নট কি লেহেঙ্গার ব্লাউজের নাকি আমিরের সঙ্গে গাঁটছড়া তা নিয়েই জল্পনা তুঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে একটি ডিজাইনার ব্লাউজ পরেছেন ফতিমা। ভিন্টেজ এক গাড়ির সামনে দাঁড়িয়েই পোজ দিয়েছে ফতিমা। যেখানে দেখা যাচ্ছে ব্লাউজের পিঠের কাছটা পুরোটাই খোলা।
 

911


ফতিমার এই ছবি ভাইরাল হতে একটুও সময় লাগেনি। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে সকলের মধ্যে যার কমেন্টে নজর কেড়েছে তিনি হলেন আমির কন্যা ইরা। ফতিমার ছবিতে ইমোজি আইকন পোস্ট করেছেন ইরা খান। সেখান থেকে বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে।
 

1011

নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, নিজের এনগেজমেন্টের পর এবার বাবার বিয়েরও প্রস্তুতি শুরু করে দিয়েছো। কেউ লিখেছেন, তৃতীয় মায়ের সঙ্গে ভাব জমাচ্ছ নাকি। আর একজনের তো তর সইছে না, তিনি সটান প্রশ্ন করে লিখেছেন, বিয়েটা কবে আমির আর ফতিমার?
 

1111

দিনকয়েক আগের মেয়ে ইরার বাগদানে দুই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দেখা গেছে আমির খানকে। মেয়ের বাগদান শেষ হতেই বাবা আমিরের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও আগে শোনা গিয়েছিল লাল সিং চাড্ডার পরই বিয়েটা করে ফেলবেন বলিউডের মি.পারফেকশনিস্ট।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories