পাকিস্তানেও নিষিদ্ধ ফওয়াদ খানের 'আবির গুলाল' , জেনে নিন কেন

Published : Apr 29, 2025, 05:56 PM IST
পাকিস্তানেও নিষিদ্ধ ফওয়াদ খানের 'আবির গুলाল' , জেনে নিন কেন

সংক্ষিপ্ত

Abir Gulaal banned: আবির গুলाল পাকিস্তানে মুক্তি পাচ্ছে না। পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ছবি আবির গুলाল ভারতে নিষিদ্ধ হয়েছিল। এবার খবর, এই ছবিটি পাকিস্তানেও নিষিদ্ধ করা হয়েছে। 

ফওয়াদ খানের আবির গুলाল পাকিস্তানে মুক্তি পাচ্ছে না: পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ছবি আবির গুলালের ভবিষ্যৎ সংকটে। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর এই ছবিটি ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়া বন্ধ হয়ে যায়। এবার এই ছবি নিয়ে আরও একটি দুঃসংবাদ। খবর অনুযায়ী, এবার ছবির ভবিষ্যৎ পাকিস্তানেও অনিশ্চিত। পরিবেশক সতীশ আনন্দ জানিয়েছেন, ছবিতে ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের অভিনয়ের কারণে এর মুক্তি বন্ধ রাখা হয়েছে। সীমান্ত-পারের উত্তেজনা চলচ্চিত্র জগতে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তানে মুক্তি পাবে না আবির গুলাল

পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ছবি আবির গুলালের মুক্তি নিয়ে অনিশ্চয়তা। জানা যাচ্ছে, এই ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। টিভি৯ এর সাথে কথা বলতে গিয়ে পাকিস্তানি পরিবেশক সতীশ আনন্দ বিষয়টি নিশ্চিত করেছেন এবং ক্রমবর্ধমান সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আবির গুলাল পাকিস্তানে মুক্তি পাবে না কারণ এতে একজন ভারতীয় নায়িকা বাণী কাপুর অভিনয় করেছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে।

আবির গুলালের কারণে ব্যাপক ক্ষতি

পাকিস্তানি পরিবেশক সতীশ আনন্দ আরও বলেছেন, ছবিটি মুক্তি না পাওয়ার কারণে ব্যাপক ক্ষতি হবে। মুক্তির সময় সিনেমা হলে ছবিটি না দেখানোর ফলে পাকিস্তানের পরিবেশক ও প্রদর্শকদের ব্যাপক ক্ষতি হতে পারে।

ভারতে জনপ্রিয় ফওয়াদ খান

এত বাধা সত্ত্বেও ভারতে ফওয়াদ খানের জনপ্রিয়তা কমেনি। বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়ানখেড়ে বলেছেন, ফওয়াদ ভারতে বেশ জনপ্রিয়, কারণ পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকে তার অভিনয় ভারতীয় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা অনেক। খুবসুরত, কাপুর অ্যান্ড সন্স এবং অ্যা দিল হ্যায় মুশকিল ছবিতে অভিনয়ের পর ফওয়াদ খানকে একসময় বলিউডের পঞ্চম খান বলা হত। আবির গুলালের অভিনেত্রী বাণী কাপুরের ছবি রেড ২ একই মে মুক্তি পাচ্ছে। ছবিতে অজয় দেবগন ও রিতেশ দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত।

প্রসঙ্গত, ২২ এপ্রিল দুপুরে পহেলগাঁও-তে জঙ্গি হামলা হয়। প্রয়াত হয় ২৬ জন হিন্দু। প্রতি বছর এই সময় ভিড় জমে ভূস্বর্গে। ভূস্বর্গের স্বাদ পেতে মোটা টাকা খরচ করেন অনেকেই। হাজার হাজার মানুষ এই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হাজির হয়ে সেখানে। এবছরও তার অন্যথা হয়নি। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাললেক, সোনমার্গ - ছিল পর্যটকে ঠাসা। চোখে পড়ার মতো ভিড় ছিল পহেলগাঁও-তেও। আর এই সুযোগ নেয় জঙ্গিরা। এদিকে আজ এক সপ্তাহ পার হল এই ঘটনার। আজ এখনও অধরা সেই জঙ্গিরা। এখনও চলছে চিরুনি তল্লাশি। তল্লাশি চলছে মধ্য ও দক্ষিণ কাশ্মীরের গ্রাম, পাহাড় এবং জঙ্গলে। সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি দেখলে উড়িয়ে দেওয়া হচ্ছে। আটক করা হচ্ছে সন্দেহজনক কাউকে। তা সত্ত্বেও মেলেনি সেই হামলাকারীদের। এই তল্লাশি চালাতে গিয়ে গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। 

এদিকে এই পেহলগাঁও কাণ্ডে লশকর এ ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায়ী হবে অভিযোগ ওঠে। সব মিলিয়ে এখনও চলছে তদন্ত। জানা যায়, হামলার আগে ১-৭ এপ্রিল রেইকি চালিয়েছিল জঙ্গিরা। একাধিক রিসর্টে রেইকি করে। শেষে  বেছে নেয় কাশ্মীরের বৈসারন উপত্যকা। ২২ এপ্রিল দুপুরে ৫-৬ জন জঙ্গি সেখানে হাজির হয়। দু-তিনটে দলে ভাগ হয়ে ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করে হত্যা করা হয়। মৃত্যু হয় ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয়ের। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেকে। বর্তমানে সকলে সুস্থ।

সে যাই হোক, এই ঘটনার প্রভাব পড়ল বিনোদন দুনিয়ায়। ভারতের পর পাকিস্তানেও নিষিদ্ধ ফওয়াদ খানের 'আবির গুলाল'। ছবিটি মুক্তি না পাওয়ার কারণে ব্যাপক ক্ষতি হবে বলে জানা গিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য